shono
Advertisement

Breaking News

মাত্র ২৫০ টাকায় ১০ জিবি 4G ডেটা দিচ্ছে Airtel

এই অফার পেতে কী করতে হবে? The post মাত্র ২৫০ টাকায় ১০ জিবি 4G ডেটা দিচ্ছে Airtel appeared first on Sangbad Pratidin.
Posted: 04:10 PM Aug 22, 2016Updated: 01:06 PM Jul 17, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বৃহত্তম স্মার্টফোন নেটওয়ার্ক পরিষেবা প্রদানকারী সংস্থা এয়ারটেল ঘোষণা করল, স্যামসাং ‘জে’ সিরিজের কয়েকটি নির্বাচিত হ্যান্ডসেট কেনার সময় বাড়তি ২৫০ টাকা দিলেই মিলবে ১০ জিবি ফোর-জি ডেটা৷ নতুন ও বর্তমান গ্রাহক- উভয়েই এই পরিষেবার সুবিধা পাবেন৷

Advertisement

ভারতী এয়ারটেলের মার্কেট অপারেশন ডিরেক্টর অজয় পুরি বলেন, “স্যামসাংয়ের মতো জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পেরে আমরা খুশি৷ আমাদের আশা, এই সিরিজের স্মার্টফোনগুলিতে এয়ারটেলের ফোর-জি নেটওয়ার্ক ব্যবহার করতে পেরে গ্রাহকরা সন্তুষ্ট হবেন৷” যে সমস্ত শহরে এখনও এয়ারটেলের ফোর-জি পরিষেবা মিলছে না, সেখানকার গ্রাহকরা একই দামে ১০ জিবি থ্রি-জি ডেটা পাবেন৷ এর মধ্যে এক জিবি ডেটা দিনে ও ৯ জিবি ডেটা রাতে ব্যবহার করা যাবে৷

এই অফার পেতে কী করতে হবে?

সংস্থা সূত্রে খবর, ‘জে’ সিরিজের নির্বাচিত হ্যান্ডসেট কেনার পর এয়ারটেলের ওয়েবসাইট ভিজিট করে অফারটি চালু করতে হবে৷ যে কোনও এয়ারটেল শপে গিয়েও এই অফার চালু করা যেতে পারে৷

The post মাত্র ২৫০ টাকায় ১০ জিবি 4G ডেটা দিচ্ছে Airtel appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement