সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবেন অজিঙ্কে রাহানে (Ajinkay Rahane)। যে স্কোয়াড ঘোষিত হয়েছে, সেখানে ডাক পেয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান। চোটের জন্য খেলতে পারবেন না শ্রেয়স আইয়ার। তিনি না থাকায় রাহানের জন্য জাতীয় দলের দরজা খুলে গিয়েছে। এমনটাই মতামত ক্রিকেটবিশেষজ্ঞদের।
কিন্তু রাহানে স্বয়ং কী বলছেন? তিনি বলেছেন, ”পেশাদার ক্রিকেটার হিসেবে আমি উপলব্ধি করেছি জার্নি সবসময়ে মসৃণ হয় না। কিছু কিছু মুহূর্ত রয়েছে যখন পরিকল্পনা অনুযায়ী সব কিছু হয় না। অনেক সময়েই মানসিক দিক থেকে ভেঙে পড়ে। কিন্তু আমি শিখেছি, প্রক্রিয়ায় লেগে থাকতে হবে এবং ফলাফল যেন ফোকাস নাড়িয়ে না দেয়।”
[আরও পড়ুন: আইপিএলে বড়সড় চোট পেলেন অলরাউন্ডার, বিশ্বকাপের আগে চাপ বাড়ল ভারতীয় দলের]
এবারের আইপিএলে (IPL) সিএসকে-র (CSK) হয়ে রাহানে দুর্দান্ত পারফরম্যান্স করছেন। অনেকেই বলছেন, ধোনির নেতৃত্বে রাহানে নিজেকে উজাড় করে দিচ্ছেন। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি নিজের ইউটিউবে বলেছেন, রাহানের মতো ক্রিকেটার টি-টোয়েন্টি ফরম্যাটে এরকম দুর্দান্ত খেলছে, এটা ভাবাই যায় না।
এদিকে ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রাহানের ডাক পাওয়া প্রসঙ্গে বলেছেন, ”বর্তমান ফর্মের বিচারে রাহানে বেশ ভাল ছন্দে রয়েছে। যে ফরম্যাটে এখন খেলছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সেই ফরম্যাট নয়। কিন্তু বিদেশের মাটিতে রাহানের পারফরম্যান্স সবসময়তেই ভাল। এটাই ওর পক্ষে যাচ্ছে।”