সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সংসদ চত্বরে নিরাপত্তা প্রশ্নের মুখে।বৃহস্পতিবার তাজা তিন রাউন্ড গুলি নিয়ে সংসদে চত্বরে ঢুকে পরে এক ব্যক্তি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরে তাকে হাতেনাতে পাকড়াও করে সংসদের নিরাপত্তারক্ষীরা। জানা গিয়েছে, ধৃতের নাম আখতার খান। স্বভাবতই এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সংসদে বাজেট অধিবেশন চলছে। তার মাঝেই কী করে এক ব্যক্তি পকেটে গুলি নিয়ে সুরক্ষিত চত্বরে ঢুকে পরল, তা নিয়ে বিস্মিত দেশবাসী। কী উদ্দেশে আখতার গুলি নিয়ে সংসদ চত্বরে ঢুকল, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। যদিও তার দাবি, গুলি বাড়িতে রেখে আসতে তিনি ভুলে গিয়েছিলেন।
ধৃত আখতার পুলিশকে জানিয়েছে, সংসদ চত্বরে ঢোকার আগে পকেট থেকে গুলি বের করে রাখতে সে ভুলে গিয়েছিল। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়েছে দিল্লি পুলিশ। ঘটনা প্রসঙ্গে দিল্লি পুলিশ জানিয়েছে, “সংসদের ৮ নম্বর গেট দিয়ে আখতার খান নামে এক ব্যক্তি ঢুকে পড়েছিল। তার পকেটে তিন রাউন্ড গুলি সমেত বন্দুক ছিল। পরে নিরাপত্তারক্ষীরা তাকে হাতেনাতে পাকড়াও করে। হেফাজতে নেওয়ার পর সে জানিয়েছে, ভুলে বন্দুক নিয়ে সংসদে ঢুকে পড়েছিল।” পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
[আরও পড়ুন : ৭ মাস পর কাশ্মীরে সোশ্যাল মিডিয়ায় উঠল নিষেধাজ্ঞা]]
জেরা করে জানা যায়, ধৃত আখতার খান উত্তরপ্রদেশের গাজিয়াবেদর বাসিন্দা। তাঁর কাছে সংসদে ঢোকার বৈধ প্রবেশপত্রও ছিল। আখতারের বন্দুকের লাইসেন্সও রয়েছে। দীর্ঘক্ষণ জেরা করে সমস্ত নথি খতিয়ে দেখে তাকে ছেড়ে দেয় দিল্লি পুলিশ।
The post তিন রাউন্ড গুলি নিয়ে সংসদ চত্বরে ঢুকে পড়ল ‘দুষ্কৃতী’, চাঞ্চল্য রাজধানীতে appeared first on Sangbad Pratidin.