shono
Advertisement

Breaking News

সারা গায়ে কাদা মেখে হুল্লোড় দুই সুপারস্টারের, দেখুন তো চিনতে পারছেন কিনা?

দুই সুপারস্টারের কাদামাখা ছবি ভাইরাল।
Posted: 06:32 PM Feb 01, 2024Updated: 06:32 PM Feb 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে শুধুই হাফপ্যান্ট। সারা গায়ে কাদা এমনভাবে মাখানো, যে চেনাই দায়। তাতে কি? পেশিবহুল সুঠাম শরীরে কাদা মেখেই ক্যামেরার সামনে পোজ দিলেন বলিউডের দুই সুপারস্টার। যে ছবি দেখলে চেনাই দায়।

Advertisement

আসুন আপনাদের একটু সাহায্য করি। এই দুই সুপারস্টার সম্প্রতি জুটি বেঁধে হয়েছেন ‘বড়ে মিঞা ছোটে মিঞা’। আর প্রথম ঝলকেই বুঝিয়ে দিয়েছেন, তাঁরা একেবারেই অ্য়াকশনে ভরপুর। নিশ্চয়ই এবার ধরতে পেরেছেন। হ্যাঁ, এরা দুই সুপারস্টার হলেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। ‘বড়ে মিঞা ছোটে মিঞা’র শুটিংয়ের ফাঁকে কাদা মেখে করলেন হইচই। সঙ্গে ছিল ছবির গোটা টিম।

[আরও পড়ুন: জল পড়ছে, পলেস্তারা খসছে! লস অ্যাঞ্জেলসের বাড়ি ছাড়লেন নিক-প্রিয়াঙ্কা, মামলাও দায়ের করলেন]

১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল ‘বড়ে মিঞা ছোটে মিঞা’। ডেভিড ধাওয়ানের পরিচালনায় সে ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও গোবিন্দা। নায়িকা হিসেবে ছিলেন রবিনা ট্যান্ডন এবং রামিয়া কৃষ্ণণ। নয়ের দশকের সে ছবি ছিল আউট অ্যান্ড আউট কমেডি। তবে অক্ষয় ও টাইগারের এই ছবির ঝলক দেখে মনে হচ্ছে, এতে ভরপুর অ্যাকশন থাকছে।

জানা গিয়েছে, নতুন এই ছবি মোটেই পুরনো ছবির রিমেক নয়। ডেভিড ধাওয়ানের পুরনো ছবি থেকেই শুধু নাম ধরা করা হয়েছে। গল্পও একেবারে থাকবে নতুন। ছবিটির প্রযোজনা করবেন বাসু ভাগনানি, জ্যাকি ভাগনানি ও দীপশিখা ভাগনানি। ২০২৪ এর ইদে মুক্তি পাবে এই ছবি।

[আরও পড়ুন: গ্রেপ্তার দেবশ্রী রায়! কী এমন করলেন টলিউডের ‘কেমিস্ট্রি মাসি’?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement