shono
Advertisement

Breaking News

অক্ষয় কুমারের ছবির শুটিংয়ে দুর্ঘটনা, দুর্গ থেকে পড়ে মৃত্যু এক কর্মীর!

‘বেদাত মরাঠে বীর দৌদলে সাত’ ছবির শুটিং ফ্লোরেই এই ঘটনা ঘটেছে।
Posted: 03:44 PM Mar 29, 2023Updated: 03:46 PM Mar 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অক্ষয় কুমারের ছবির শুটিং ফ্লোরে বড়সড় দুর্ঘটনা। শুটিং চলার সময় দুর্গ থেকে পড়ে মৃত্যু হয় ইউনিটের এক কর্মীর। দুর্ঘটনার পর আহত অবস্থায় হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলেও ১০ দিন চিকিৎসা চলার পর শেষ রক্ষা হয়নি। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের কোলাপুরে পানালা দুর্গে। অক্ষয় কুমার অভিনীত মারাঠি ছবি ‘বেদাত মরাঠে বীর দৌদলে সাত’ ছবির শুটিং ফ্লোরেই এই ঘটনা ঘটেছে।

Advertisement

সূত্র থেকে জানা গিয়েছে, শুটিংয়ে ব্যবহৃত ঘোড়ার যত্নের জন্য়ই রাখা হয়েছিল ইউনিট কর্মী নাগেশ প্রশান্ত খোবারকে। হঠাৎই তিনি পড়ে যান পানালা দুর্গের সজ্জা কোঠি থেকে।

[আরও পড়ুন: বলিউড ছবি নয় ‘RRR’, বিদেশি সঞ্চালককে শোধরাতে গিয়ে প্রিয়াঙ্কাই করে বসলেন বড় ভুল! ]

প্রসঙ্গত, পৃথ্বীরাজ চৌহানের পর এবার ‘শিবাজি’! বড়পর্দায় ফের ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে চলেছেন অক্ষয় কুমার। তবে এবার আর হিন্দি ছবি নয়, মারাঠি ছবিতে শিবাজির চরিত্রে দেখা যাবে বলিউডের খিলাড়ি কুমারকে। ছবির পরিচালক মহেশ মঞ্জরেকর। এই ছবির নাম ‘বেদত মরাঠে বীর দৌদলে সাত’।

এই ছবি নিয়ে অক্ষয় জানিয়েছেন, ‘বহুদিন ধরে শিবাজির চরিত্রে অভিনয় করার ইচ্ছে ছিল। সেই স্বপ্ন এবার সত্যি হতে চলেছে।’

[আরও পড়ুন: ‘ওর মতো সাহস আমার নেই’, উরফির ফ্যাশন নিয়ে কেন একথা বললেন করিনা কাপুর? ]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement