সুকুমার সরকার, ঢাকা: প্রত্যাশা মতোই ঢাকা উত্তর ও দক্ষিণ পৌরনিগমের মেয়র পদে জয়ী হলেন আওয়ামি লিগের দুই প্রার্থী। উত্তরে আতিকুল ইসলাম ও দক্ষিণে শেখ ফজলে নূর তাপস। শনিবার রাতে ফল প্রকাশ হতেই সাড়ে নটার সময় সোজা গণভবনে পৌঁছে যান তাঁরা। সেখানে তাঁদের স্বাগত জানিয়ে জয়ের জন্য অভিনন্দন জানান আওয়ামি লিগের প্রধান শেখ হাসিনা। তাঁদের হাতে ফুলের স্তবক তুলে দেন। এর পাশাপাশি ঢাকা দক্ষিণে তাপস ও উত্তরে আতিকুলকে মেয়র নির্বাচিত করার জন্য ঢাকার মানুষকে ধন্যবাদও জানান তিনি।
দুটি পৌরনিগমের নির্বাচনেই আওয়ামি লিগ প্রার্থীদের জয়জয়কার লক্ষ্য করা গিয়েছে। জয়ী হয়েছেন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্রার্থীও। এই জন্য শহরের বাসিন্দাদের ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এই প্রথম EVM-এর মাধ্যমে হওয়া ভোটে অনেক মানুষ অংশ নিয়েছিলেন। বিরোধীদের কোনওরকম অপপ্রচারে কান না দিয়ে উন্নয়নের জন্য ভোট দিয়েছেন। এই জয় এসেছে দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য বর্তমান সরকারের মনোভাব দেখে। সাধারণ মানুষ যে এই সরকারের প্রতি সম্পূর্ণ আস্থা রেখেছেন পৌরনিগম ভোটের ফলাফল তাই প্রমাণ করছে। এটা সরকারের প্রতি তাঁদের বিশ্বাসের প্রতিফলন।’
[আরও পড়ুন: জ্বরে আক্রান্ত চিন থেকে ফেরা কয়েকজন বাংলাদেশি, হাসপাতালে তাঁদের উপর নজরদারি]
শনিবার সন্ধে হতেই ফলাফল কী হতে পারে তা আন্দাজ করতে পারছিলেন সবাই। EVM-এর মাধ্যমে ভোট লুট হচ্ছে অভিযোগ তুলে রবিবার ঢাকা বনধের ডাক দেয়। গতকাল শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘নির্বাচনের নামে প্রহসন হয়েছে। আমরা মনে করি, এই নির্বাচন অবাধ ও স্বচ্ছ নয়। আগের মতো এবারও নিজেদের স্বার্থে প্রশাসনকে ব্যবহার করেছে শাসকদল। নির্বাচন কমিশনকেও ব্যবহার করেছে।’
[আরও পড়ুন: ঢাকার পুরভোটে EVM বিভ্রাট, মিলল না খোদ মুখ্য নির্বাচন কমিশনারের আঙুলের ছাপ]
এর জবাবে হাসিনা বলেন, ‘ভোট কারচুপি ওদেরই পুরনো অভ্যাস। ডিজিটাল পদ্ধতিতে ভোট কারচুপির কোনও সুযোগ নেই। তাই ওরা ইভিএমকে দায়ী করেছে।’
The post ‘ঢাকার দুটি পৌরনিগমে জয় সরকারের প্রতি বিশ্বাসের প্রতিফলন’, বলছেন শেখ হাসিনা appeared first on Sangbad Pratidin.