সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মুলুকে ৯/১১ হামলার মূল ষড়যন্ত্রী ওসামা বিন লাদেন নিকেশ হয়েছে ঠিকই, তবে আল কায়েদার মতাদর্শ মুছে ফেলা এখনও সম্ভব হয়নি পাকভূমিতে। এবার লাদেন ঘনিষ্ঠ আল-কায়েদা নেতা আমিন মহম্মদ উল হককে গ্রেপ্তার করল পাকিস্তানের সন্ত্রাসদমন বাহিনী (সিটিডি)। জানা যাচ্ছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বড়সড় নাশকতার পরিকল্পনা চালাচ্ছিল এই সন্ত্রাসবাদী।
রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসবাদী তালিকায় নাম রয়েছে আমিনের। গোয়েন্দা সূত্রে খবর ছিল, পাঞ্জাব প্রদেশে বড়সড় হামলার ছক কষছে এই সন্ত্রাসবাদী। গোপন খবরের ভিত্তিতেই পাঞ্জাবের গুজরাট জেলার সারাই আলমগীর শহর থেকে গ্রেপ্তার করা হয় ওই সন্ত্রাসবাদীকে। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদী আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। সিডিটির দাবি, আফগানিস্তানে তালিবান যোদ্ধাদের বেআইনিভাবে অস্ত্র পাচার করত এই সন্ত্রাসবাদী। পাঞ্জাব প্রদেশে নাশকতার ঠিক কী ষড়যন্ত্র রচনা করছিল এই জঙ্গি তা এখনও স্পষ্ট নয়। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পাক তদন্তকারীরা।
[আরও পড়ুন: বউ ভেবে অন্য মহিলাকে চুম্বনে উদ্যত বাইডেন! ছুটে এসে সামলালেন জিল]
উল্লেখ্য, ২০১১ সালের ২ মে অ্যাবোটাবাদে এক বাংলোয় মার্কিন কমান্ডো বাহিনীর 'টিম সিক্স'-এর অভিযানে মৃত্যু হয়েছিল লাদেনের। মৃত্যুর পর তার দেহ সমুদ্রে সমাধি দেয় মার্কিন বাহিনী। তবে সেই অভিযান চলাকালীন ওই 'মৃত্যু' বাংলোয় উপস্থিত ছিল না তার ঘনিষ্ঠ সহচর আমিন। সেই সময় বিশ্বাসঘাতকের তালিকায় উঠে এসেছিল এই আমিনের নামও। তদন্তকারীদের দাবি, ১৯৯৬ সাল থেকে ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ সহযোগী ছিল এই আমিন। একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপে লাদেনের সঙ্গে ছিল সে।
[আরও পড়ুন: ‘জাতি-ধর্মের ভিত্তিতে বিভাজনকে সমর্থন নয়’, যোগীর সমালোচনায় সরব ‘শরিক’ চিরাগ]
প্রসঙ্গত, এর আগে ২০২২ সালের জুলাইয়ে আফগানিস্তানের কাবুলে ড্রোন হামলায় চালায় আমেরিকা। সেই হামলায় আল-কায়দার শীর্ষনেতা পদে লাদেনের উত্তরসূরি আয়মান আল-জওয়াহিরি নিহত হয়েছিল। এবার পাকিস্তান গ্রেপ্তার করল লাদেন ঘনিষ্ঠ আল-কায়েদা নেতা আমিন মহম্মদ উল হককে।