সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি তৎপরতা রুখতে যোগীরাজ্যে জোর ধরপাকড়। ৬ সন্দেহভাজন ইসলামিক স্টেট জঙ্গিকে গ্রেপ্তার করল উত্তরপ্রদেশের সন্ত্রাসদমন শাখা (Uttar Pradesh ATS)। অভিযুক্তরা সকলেই আলিগড় বিশ্ববিদ্যালয়ের (Aligarh University) ছাত্র সংগঠন ‘স্টুডেন্ট অফ আলিগড় ইউনিভার্সিটি’র (SAMU) সদস্য বলে জানা গিয়েছে।
ছয় ধৃতের মধ্যে ৪ জনের নাম প্রকাশ্যে এসেছে। তারা হল রাকিব ইনাম, নাভেদ সিদ্দিকি, মহম্মদ নোমান এবং মহম্মদ নাজিম। সন্ত্রাসদমন শাখার গোয়েন্দাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনই ৬ সন্দেহভাজন জঙ্গির যোগসূত্র। দেশে বড়সড় হামলার ছক কষছিল অভিযুক্তরা। উত্তরপ্রদেশ এটিএসের দাবি, আইসিস সদস্যদের গ্রেপ্তারির ফলে আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সন্ত্রাসবাদী নেটওয়ার্কের দিকটি প্রকাশ্যে এল। তাদের দাবি, SAMU আদতে ভারতে ISIS-এর জেহাদি নিয়োগের গোপন সেল।
[আরও পড়ুন: কংগ্রেস, তৃণমূল, আপ ঘুরে একদা রাহুল ঘনিষ্ঠ নেতা এবার বিজেপিতে]
উল্লেখ্য, এর আগে পুণে থেকে রিজওয়ান ও শাহনাওয়াজ নামের দুই ইসলামিক স্টেট সদস্যকে গ্রেপ্তার করেছিল এএনআই। তাদের জেরা করেই আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের দেশবিরোধী কার্যকলাপের বিষয়টি উঠে আসে। এর পরেই ৬ সন্দেহভাজনকে গ্রেপ্তার করল উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখা। এদিকে আজই সাত ইসলামিক স্টেট জঙ্গির বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে এএনআই। গোয়েন্দাদের দাবি, ‘কাফেরদের বিরুদ্ধে বদলা নিতে’ গোটা ভারতে সন্ত্রাসবাদী হামলার ছক কষেছিল তারা।