shono
Advertisement

নিয়োগ দুর্নীতি মামলায় ফের আদালতে ভর্ৎসনার মুখে সিবিআই

সব নথি জমা পড়ার আগেই তদন্ত শেষ? প্রশ্নের মুখে সিবিআই।
Posted: 05:08 PM Jan 17, 2024Updated: 06:14 PM Jan 17, 2024

অর্ণব আইচ: নিয়োগ দুর্নীতি তদন্তে ফের আদালতে ভর্ৎসিত সিবিআই। শুনানির দিন আদালতে গরহাজির তদন্তকারী অফিসার। জমা পড়েনি প্রয়োজনীয় নথিও। এ ধরনের আচরণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছ থেকে কাম্য নয়, পর্যবেক্ষণ আলিপুর বিশেষ আদালতের বিচারকের।

Advertisement

গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার পার্থ চট্টোপাধ্যায়কে আলিপুরের বিশেষ আদালতে তোলা হয়। সেখানে হাজির ছিলেন এস পি সিনহার আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত। তিনি তাঁর মক্কেলের জামিনের আবেদন করেন। পালটা সময় চায় সিবিআই। তাঁর অভিযোগ,তদন্ত এখনও বাকি রয়েছে। তবুও সিবিআই চূড়ান্ত চার্জশিট জমা করেছে। ফরেন্সিকের রিপোর্ট এখনও আসেনি। কীভাবে তদন্ত শেষ হল বলা যায়? এ প্রসঙ্গে তিনি উচ্চ আদালতের নির্দেশের প্রসঙ্গ টেনে আনেন। বলেন, উচ্চ আদালত দুমাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন । এর পরেও কীভাবে তদন্ত চলতে পারে?

[আরও পড়ুন: সিমকার্ড, ইন্টারনেট ছাড়াই ফোনে চলবে ভিডিও! প্রয়ুক্তিতে ‘বিপ্লব’ আনবে কেন্দ্র]

উত্তরে সিবিআইয়ের আইনজীবী বলেন, “আমরা যা তথ্য সংগ্রহ করেছি সব কেস ডায়েরিতে রয়েছে।” সিবিআই আইনজীবীকে থামিয়ে বিচারক জানতে, তদন্তকারী আধিকারিক কোথায়? আইও-কে না দেখে হতবাক হয়ে যান বিচারক। বলেন,”আদালতে আইও থাকা উচিত ছিল।” এর পর বিচারক জানান, “আদালতের নির্দেশ পালন করা হয়নি।” তাঁর মতে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এমন ভূমিকা কাম্য নয়। তারা নথি জমা না করায় অভিযুক্তদের আইনজীবীরাও সওয়াল করতে পারছেন না। পরবর্তী শুনানির আগে সমস্ত নথি জমা করার নির্দেশ দিয়েছে আদালত।

[আরও পড়ুন: দুয়ারে সরকারেও ‘বঞ্চিত’, সরকারি পরিষেবা দিতে নয়া কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement