shono
Advertisement

Breaking News

সন্দেশখালি নিয়ে কেন্দ্রের ‘পরামর্শের’কড়া জবাব রাজ্যের, অমিত শাহকে চিঠি পার্থর

শান্ত বাংলাকে অশান্ত করার রাজনৈতিক চক্রান্ত, চিঠিতে অভিযোগ তৃণমূল মহাসচিবের৷ The post সন্দেশখালি নিয়ে কেন্দ্রের ‘পরামর্শের’ কড়া জবাব রাজ্যের, অমিত শাহকে চিঠি পার্থর appeared first on Sangbad Pratidin.
Posted: 10:14 AM Jun 10, 2019Updated: 10:14 AM Jun 10, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংঘাত অবশ্যম্ভাবীই ছিল৷ সোমবার সকাল হতেই বোঝা গেল, কেন্দ্রের কথা সহজে মানতে নারাজ রাজ্যের শাসকদল তৃণমূল৷ বরং বিষয়টিকে রাজনৈতিকভাবে মোকাবিলার পথেই হাঁটছে তারা৷ অমিত শাহকে চিঠি লিখে কেন্দ্রের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷

Advertisement

[আরও পড়ুন: ‘মমতা একজন শয়তান’, বিস্ফোরক মন্তব্য বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের]

বসিরহাটের ন্যাজাটে রাজনৈতিক সংঘর্ষের খবর কানে পৌঁছাতেই শনিবার রাতে রিপোর্ট তলব করেছিল স্বরাষ্ট্র মন্ত্রক৷ রবিবার কেন্দ্রের তরফে অ্যাডভাইজারি এসে পৌঁছায় রাজ্যের কাছে৷ যাতে স্পষ্ট উল্লেখ ছিল, বসিরহাটে শান্তি বজায় রাখতে যা যা প্রয়োজন, সেই প্রয়োজনীয় পদক্ষেপ যেন নেওয়া হয় রাজ্যের তরফে৷ এমনকী অ্যাডভাইজারিতে এও বলা হয়, এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা যেসব পুলিশ কর্মী বা আধিকারিক নিজেদের দায়িত্ব ঠিকমত পালন করেননি, তাঁদের ওখান থেকে সরিয়ে দেওয়া হোক৷ স্বরাষ্ট্র মন্ত্রকের এই অ্যাডভাইজারি পৌঁছানোর সঙ্গে সঙ্গেই জল্পনা উসকে উঠেছিল, ফের একবার সংঘাতের পথে হাঁটতে চলেছে কেন্দ্র-রাজ্য৷ কারণ, আইনশৃঙ্খলা রাজ্যের এক্তিয়ারভুক্ত, এই যুক্তি দেখিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের অ্যাডভাইজারি খুব সহজে মেনে নেবে না রাজ্য, এই ইঙ্গিত পূর্বের বহু ঘটনা থেকেই ছিল৷

রাতেই তৃণমূলের তরফে কেন্দ্রের এই অ্যাডভাইজারির বিরোধিতা করা হয়৷ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানানো হয়, বাংলার সঙ্গে ফের বিমাতৃসুলভ আচরণ শুরু করেছে  নবগঠিত কেন্দ্রীয় সরকার৷ আর সোমবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ তাতে উল্লেখ করা হয়েছে, বাংলা যথেষ্ট শান্তিপূর্ণ৷ তাতে উসকানি দিয়ে অশান্তি করার চক্রান্ত চলছে বিজেপির তরফে৷ তাই এই অ্যাডভাইজারি নোট৷ এর মাধ্যমে রাজ্যবাসীকে অপমান করা হয়েছে বলে পালটা অভিযোগ তৃণমূলের৷ এর বিরুদ্ধে সবরকম প্রতিরোধ করা হবে বলে চিঠিতে উল্লেখ রয়েছে৷ এদিকে, আজই রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী৷ সেখানে ন্যাজাটের রাজনৈতিক সংঘর্ষের বিষয়টি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে৷ সবমিলিয়ে, বসিরহাটের ঘটনা রাজ্যের সীমা ছাড়িয়ে যে কেন্দ্রকেও ভাবিয়ে তুলেছে, তা বোঝাই যাচ্ছে৷     

[আরও পড়ুন: সন্দেশখালির ঘটনার প্রতিবাদে ১২ জুন লালবাজার অভিযান বিজেপির]

The post সন্দেশখালি নিয়ে কেন্দ্রের ‘পরামর্শের’ কড়া জবাব রাজ্যের, অমিত শাহকে চিঠি পার্থর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement