shono
Advertisement

Breaking News

Tamluk Ghatal Co Operative Bank Election

তমলুক সমবায় নির্বাচনে বোমাবাজি, NIA তদন্তের দাবিতে হাই কোর্টে বিজেপি

আগামী মঙ্গলবারের মধ্যে এই মামলায় রিপোর্ট তলব করেছে হাই কোর্ট।
Published By: Sayani SenPosted: 05:37 PM Jan 03, 2025Updated: 06:56 PM Jan 03, 2025

গোবিন্দ রায়: তমলুক সমবায় নির্বাচনের দিন বিজেপি নেত্রীকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ বিজেপি কর্মী-সমর্থকরা। তাই এনআইএ তদন্তের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ বিজেপি। আগামী মঙ্গলবারের মধ্যে এই মামলায় রিপোর্ট তলব করেছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।

Advertisement

গত ৮ ডিসেম্বর, তমলুকে সমবায় নির্বাচন ছিল। ৬৯টি আসনের মধ্যে ৫৬টিতে একক সংখ্যাগরিষ্ঠতায় জয় পায় তৃণমূল। বাকি ১৩টি আসনে জয়লাভ করে গেরুয়া শিবির। ওইদিনই নন্দীগ্রাম ১ ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি নেত্রী মামণি জানার দাবি, সমবায় ভোট চলার সময় তাঁদের লক্ষ্য করে বোমাবাজি করা হয়। তাতেই জখম হন বিজেপি নেত্রী। তাঁর আরও দাবি, সমবায় ভোটের রাতে বাইকে চড়ে দুই যুবক বিজেপি নেত্রীর বাড়ির পাশে আসে।

বিজেপি নেত্রীর পরিবারের সদস্যরা বারবার উঁকিঝুঁকি দিয়ে ওই দুই যুবকের দিকে খেয়াল রাখে। পরিস্থিতি বেগতিক বুঝে তখনই তারা এলাকা ছাড়ে। পরদিন সকালে বাড়ির পাশে রাস্তা থেকে ড্রামভর্তি তাজা বোমা উদ্ধার হয়। বিজেপি নেত্রীর অভিযোগ, তাঁর বাড়িতে হামলার লক্ষ্যে বোমাগুলি জড়ো করা হয়। এই ঘটনার তদন্তে পুলিশ নিষ্ক্রিয় বলেই দাবি গেরুয়া শিবিরের। সে কারণে প্রায় চার সপ্তাহ পর আদালতের দ্বারস্থ বিজেপি। এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানানো হয়। আগামী মঙ্গলবারের মধ্যে এই মামলায় রিপোর্ট তলব করেন বিচারপতি জয় সেনগুপ্ত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তমলুক সমবায় নির্বাচনে বোমাবাজি।
  • NIA তদন্তের দাবিতে হাই কোর্টে বিজেপি।
  • আগামী মঙ্গলবারের মধ্যে এই মামলায় রিপোর্ট তলব করেছে হাই কোর্ট।
Advertisement