shono
Advertisement

কলকাতার সব দোকানে এবার নীল-সাদা সাইন বোর্ড! কী জানাল পুরসভা?

ট্রেড লাইসেন্সে ফাঁকি দিয়ে ব্যবসা আটকাতেই বিশেষ ব্যবস্থা।
Posted: 01:59 PM Mar 21, 2023Updated: 02:06 PM Mar 21, 2023

অভিরূপ দাস: ট‌্যারা বাঁকা নয়। সব এক আকারের। কিম্ভুত কিমাকার রং বেরং নয়, প্রত্যেকটা নীল সাদা। কথা হচ্ছে কলকাতা পুরসভার প্রতিটা দোকানের সাইন বোর্ডের। যার রং হবে নীল সাদা। ছোট-মাঝারি-বড় দোকান অনুযায়ী একই রকম আকার থাকবে প্রতিটি সাইন বোর্ডের। ট্রেড লাইসেন্সে ফাঁকি দিয়ে ব‌্যবসা আটকাতেই বিশেষ ব‌্যবস্থা।

Advertisement

সোমবার পুরসভার অধিবেশনে এই দাবি তোলেন ১০৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন‌্যা চক্রবর্তী। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, খুব ভাল প্রস্তাব দিয়েছেন কাউন্সিলর। একটা ইউনিফর্ম হোর্ডিং থাকবে পুরসভার। তার উপর যদি কেউ হোর্ডিং করতে চায় তাহলে একটা অতিরিক্ত টাকা দিতে হবে পুরসভাকে।

[আরও পড়ুন: ভারত সফরে ফুচকায় মজে জাপানের প্রধানমন্ত্রী! ‘লোভ সামলাতে পারছেন না’, মন্তব্য BJP নেতার]

পাড়ায় পাড়ায় দোকান। সকলের ট্রেড লাইসেন্স আছে? কাউন্সিলর অনন‌্যা চক্রবর্তীর কথায়, অনেকেই বাড়ির একতলায় ব‌্যবসা করছেন। সেক্ষেত্রে হয়তো বাসযোগ‌্য সম্পত্তিকে বাণিজ্যিকভাবে ব‌্যবহার করার অনুমতি নেননি। কাউন্সিলরের প্রশ্ন, পরিবহন দপ্তরে সমস্ত গাড়ির ক্ষেত্রে যদি একই রকম হাই সিকিউরিটি নম্বর প্লেট দিতে পারে, তবে পুরসভা সমস্ত দোকানের ক্ষেত্রে এক সাইন বোর্ড দেবে না কেন? পুরসভার পক্ষ থেকে একটি ইউনিক নম্বর যুক্ত সাইন বোর্ড সকলকে দেওয়া হলে ছোট-বড়-মাঝারি ব‌্যবসায়ীর তথ‌্য ভান্ডার থাকবে পুরসভার কাছে। এতে জানা যাবে কারা ট্রেড লাইসেন্স ছাড়া ব‌্যবসা করছেন। কিংবা ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা আটকানোও যাবে। শুধু তাই নয়, একই রকম সাইন বোর্ড থাকলে শহর হবে দৃষ্টিনন্দন। কাউন্সিলরের দাবি, গ্লো সাইন বোর্ড তৈরি করে সেই বাবদ একটা নির্দিষ্ট ফি নিক পুরসভা। উল্লেখ্য উত্তর প্রদেশের গ্রেটার নয়ডাতেও এমন ব্যবস্থা চালু হয়েছে।

[আরও পড়ুন: সুহানা খানকে দীপিকা বলে ভুল! যুবকের কথা শুনে কী করলেন শাহরুখকন্যা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার