রঞ্জন মহাপাত্র, কাঁথি: ওড়িশা থেকে বাংলায় গরু পাচারের ছক বানচাল। গ্রামবাসীদের কাছে হাতেনাতে ধরা পড়ল ব্যবসায়ী ও ক্রেতা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের রামনগরে। গরুগুলোকে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে।
জানা গিয়েছে, এদিন সকালে ওড়িশা থেকে একটি ট্রলারে ৩০ থেকে ৩৫ টি গরু আনা হয় বিক্রির জন্য। রামনগর বিধানসভা কেন্দ্রের মন্দারমনি থানা এলাকার দক্ষিণ পুরুষোত্তমপুর এলাকায় গরুগুলো নামাতেই বিপত্তি। ট্রলার থেকে গরু নামানোর সময় গ্রামবাসীদের নজরে পড়ে বিষয়টা। সঙ্গে সঙ্গে পাচারকারীদের হাতে নাতে ধরে ফেলে। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। স্থানীয়দের দাবি, ঘটনাস্থলে গিয়ে পুলিশ কিছু টাকা চাঁদার বিনিময়ে গরু ছেড়ে দেওয়ার কথা জানান। এতে ক্ষোভ চরম আকার নেয়। গরুগুলো আটকে দেন স্থানীয়রাই। অবশেষে সব গরু পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
[আরও পড়ুন: Murshidabad: ঋণের টাকা ফেরত চাইতেই কোপ, মুর্শিদাবাদে প্রাণ গেল বেসরকারি সংস্থার আধিকারিকের]
সূত্রের খবর, ওড়িশার ওই গরু ব্যবসায়ীর কাছে গরু বিক্রির কোনও বৈধ কাগজপত্র মেলেনি। ক্রেতাও কোনও নথি দেখাতে পারেনি। গরু ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে খবর। গরুগুলো কি সত্যিই পাচারের উদ্দেশ্যেই আনা হচ্ছিল? তা জানতে তদন্ত শুরু করছে পুলিশ।