shono
Advertisement

Breaking News

বোনের ধর্ষণের বদলা নিতেই লাল সন্ত্রাসের পথ! ১২ বছর পর বীরভূম থেকে গ্রেপ্তার ‘মাওবাদী’

ধৃতের বিরুদ্ধে দেশদ্রোহিতা, এলাকায় সন্ত্রাস-সহ একাধিক অভিযোগ ছিল।
Posted: 05:08 PM Dec 30, 2023Updated: 05:08 PM Dec 30, 2023

নন্দন দত্ত, সিউড়ি: বীরভূম থেকে গ্রেপ্তার সশস্ত্র মাওবাদী। ১২ বছর ফেরার থেকেও শেষরক্ষা হল না। গ্রামে আত্মীয়ের বাড়িতে ফিরতেই শনিবার মাওবাদী যুবককে গ্রেপ্তার করল পুলিশ। জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় জানিয়েছেন, ধৃতের বিরুদ্ধে দেশদ্রোহিতা, এলাকায় সন্ত্রাস-সহ একাধিক অভিযোগ ছিল। সেই সূত্রেই এদিন গ্রেপ্তার করা হল।

Advertisement

ধৃতের নাম বাবুল সূত্রধর (৪৮)। বাড়ি বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার বেলিয়া গ্রামের পুকুর পাড়ায়। গত ১২ বছর ধরে বাড়ি ছাড়া ছিলেন। পুলিশ সূত্রে খবর অভিযুক্তের বিরুদ্ধে পাশের জেলা মুর্শিদাবাদের নওদা থানায় দেশদ্রোহিতার অভিযোগ ছিল। পুলিশও দীর্ঘদিন ধরে তাঁকে খুঁজছিল বলে খবর। কয়েক দিন আগে তিনি গ্রামে এক আত্মীয়ের বাড়িতে ফিরেছিলেন। স্থানীয় সূত্রে খবর, ফেরার আগে থেকেই শাসকদলের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তিনি। এদিকে বাবুলের গ্রামে ফেরার খবর পেয়ে এদিন সকালে বাড়ি ঘিরে ফেলে রামপুরহাট পুলিশ। বিশাল বাহিনীর নেতৃত্বে ছিলেন রামপুরহাটের এসডিপিও ধীমান মিত্র।

[আরও পড়ুন: ভয়ংকর দুর্ঘটনার বর্ষপূর্তি, ফিট হয়ে কবে ফিরবেন মাঠে? নতুন আপডেট দিলেন ঋষভ]

বাম আমলে বাবুলের বোনকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ। তার পরই প্রতিবাদী হয়ে ওঠেন বাবুল। এলাকায় সন্ত্রাস ছড়ানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এমনকী, পড়শি জেলা মুর্শিদাবাদের নওদা থানায় তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ দায়ের হয়েছিল। গ্রেপ্তারি প্রসঙ্গে বীরভূমের পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় জানান, এদিন সকালে বাড়ি ঘিরে অস্ত্র-সহ বাবুল সূত্রধরকে গ্রেপ্তার করা হয়। বহুদিন ধরেই ওকে খুঁজছিল পুলিশ। রবিবার ধৃতকে আদালতে পেশ করা হবে।” অন্যান্য যে সমস্ত থানায় ওঁর নামে মামলা রয়েছে তাদেরও নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: বাংলা থেকে অযোধ্যায় পদ্ম কর্মীদের জন্য বিশেষ ট্রেন, ‘ঘর ঘর যাত্রা’ বঙ্গেও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement