shono
Advertisement

এক মহিলাকে নিয়ে বচসায় জড়ালেন সঞ্জয় ও সলমন!

যদিও এই মনোমালিন্যের বিষয়ে মুখ খুলতে চাননি কেউই! কিন্তু সত্যি কি আর বেশিদিন চাপা থাকে? The post এক মহিলাকে নিয়ে বচসায় জড়ালেন সঞ্জয় ও সলমন! appeared first on Sangbad Pratidin.
Posted: 11:51 PM May 27, 2016Updated: 06:21 PM May 27, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে তাঁদের কেবল বন্ধুত্বই ছিল না৷ তাঁদের সম্পর্ককে ভ্রাতৃত্ব বললেও কম বলা হত৷ দুঃসময়ে একে অপরের পাশে দাঁড়িয়েছিলেন সলমন খান এবং সঞ্জয় দত্ত৷ বলিউডে এহেন বন্ধুত্বের নজির কম৷ কিন্তু এবার এই বন্ধুত্বেও তৈরি হল ফাটল৷ জানা গিয়েছে, এক মহিলাকে কেন্দ্র করে এই দুই পুরনো বন্ধুর মধ্যে বচসা বেঁধেছে৷
কে সেই মহিলা জানেন?
এই মহিলা হলেন রেশমা শেট্টি৷

Advertisement

স্বভাবতই প্রশ্ন জাগে, কে এই রেশমা! রেশমা হলেন সঞ্জু বাবার প্রাক্তন ম্যানেজার৷ তো হঠাৎ এই রেশমাকে ঘিরে কীসের বিতর্ক?
ভাগ্যের ফেরে কারাবাসে ছিলেন সঞ্জু বাবা৷ আর এই সময়ই নিজের ছবি সংক্রান্ত বিষয়ে নজর রাখতে পারতেন না সঞ্জয়৷ আর তার জন্যই সলমন তাঁকে একজন ম্যানেজার রাখার কথা বলেন৷ শোনা গিয়েছে, নিজের পরিচিত রেশমাকে ম্যানেজার হিসেবে রাখার জন্য সলমন নাকি সঞ্জু বাবাকে বিশেষ অনুরোধ করেছিলেন৷

কিন্তু এত অবধি সব ঠিকই ছিল৷ গোলমাল বাধল তারপরই!
সঞ্জু বাবা নাকি জেল থেকে ফিরে এসে দেখেছেন, রেশমা তাঁর পেশায় খুব খারাপভাবে নাক গলিয়েছেন৷ তাঁর অভিনয়ের পারিশ্রমিকও না কি অজান্তেই অনেকটা বাড়িয়ে দিয়েছিলেন রেশমা৷
আর এতেই কেরিয়ারের ক্ষতি হয়েছে সঞ্জয়ের৷ বেজায় চটেছেনও তিনি৷ সলমন তাঁকে এহেন মহিলার পাল্লায় কেন ফেললেন তাও নাকি জানতে চাইছেন সঞ্জু৷
যদিও এই মনোমালিন্যের বিষয়ে মুখ খুলতে চাননি কেউই!
কিন্তু সত্যি কি আর বেশিদিন চাপা থাকে?

 

The post এক মহিলাকে নিয়ে বচসায় জড়ালেন সঞ্জয় ও সলমন! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement