সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনোদুনিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে 'ন্যাশনাল ক্রাশ' রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) ও বিজয় দেবরাকোন্ডার বিয়ের গুঞ্জন। যদিও তাঁরা কেউ এই নিয়ে মুখ খোলেননি। আর এই গুঞ্জনের মাঝেই দেশ ছাড়লেন রশ্মিকা। কোথায় গেলেন তিনি? সোশাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে রশ্মিকার বেড়াতে যাওয়ার একগুচ্ছ ছবি।
বান্ধবীদের সঙ্গে নিয়ে শ্রীলঙ্কায় ছোটখাটো ট্যুর সারছেন নায়িকা। যদিও সকলে বলছেন যে এই ট্যুর বাকি আর পাঁচটা ট্যুরের থেকে একেবারেই আলাদা। কারণ বিয়ের আগে নাকি শ্রীলঙ্কাতে বান্ধবীদের নিয়ে 'ব্যাচেলরেট' সারতেই গিয়েছেন রশ্মিকা। সোশাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে রশ্মিকা ক্যাপশনে লিখেছেন, 'আমি কাজের ফাঁকে হঠাৎ করেই দু'দিনের ছুটি পেয়েছিলাম। আর এই ছুটিটা আমি উপভোগ করতে চেয়েছিলাম। তাই আমার বান্ধবীদের নিয়ে শ্রীলঙ্কার এই সুন্দর জায়গাটা বেছে নিয়েছিলাম দু'দিন ছুটি কাটানোর জন্য। দারুন কাটল আমাদের ছুটি। অনেকেই আমাদের সঙ্গে আসতে পারেনি। তাঁদের খুব মিস করছি।'
রশ্মিকার অনামিকায় হীরের আংটি জ্বলজ্বল করছে দেখেই সকলে অনুমান করেছিলেন যে বিজয়ের সঙ্গে খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসবেন রশ্মিকা। শোনা গিয়েছিল যে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রাজস্থানের উদয়পুরে আয়োজিত হচ্ছে রশ্মিকা ও বিজয়ের বিয়ের আসর। তবে এসব আলোচনায় সিলমোহর না দিলেও অস্বীকার করে ফুৎকারে সবটা উড়িয়েও দেননি নায়িকা। বিগত আট বছর ধরে ডুবে ডুবে জল খাচ্ছেন! যদিও বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বাগদানের খবরে সিলমোহর বসাননি রশ্মিকা, তবে খবর আগামী বছর ফেব্রুয়ারি মাসে মালাবদল করবেন দক্ষিণী তারকাজুটি।
