সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেকে বামপন্থী বলে প্রকাশ্যে জানিয়ে ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন৷ বিজেপিকে রুখতে অ-বিজেপি শক্তিকে জোট বেধে নির্বাচনে লড়াইয়ে আরজিও জানিয়েছিলেন অমর্ত্য সেন৷ সম্প্রতি, শিশির মঞ্চে কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ৷ লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে সুর চড়াতেই দিলীপ ঘোষের সুরে সুর মিলিয়ে পালটা মন্তব্য করলেন রাহুল সিনহা৷
[নিম্নচাপ সরতেই স্বস্তিতে রাজ্য, দু’দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা]
রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পর বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা সাংবাদিকদের বলেন, ‘‘রাজনৈতিক নেতার মতো কথা বলার আগে তাঁর উচিত কোনও রাজনৈতিক দলের পতাকা হাতে তুলে নেওয়া৷ সেটা না করলে এমন কথা বলা থেকে বিরত থাকাই শ্রেয়৷’’ এর আগে রবিবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, ‘অমর্ত্য সেনের মতো বামপন্থী বুদ্ধিজীবীরা বাস্তবের সঙ্গে কোনও যোগাযোগ রাখেন না৷ তিনি নিজেই বলছেন বামেরা অদৃশ্য হয়ে যাচ্ছে৷ তিনিই আবার বলছেন, বিজেপিকে রুখতে!’’ বর্তমানে বাংলার রাজনীতিতে অমর্ত্য সেনের মতো মানুষদের প্রাসঙ্গিকতাও ক্রমশ হারিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷
[বাংলাদেশি পাচারকারীদের নিশানায় কলকাতার কিশোরীরা, সতর্ক পুলিশ]
শিশির মঞ্চের বিশেষ একটি অনুষ্ঠানে দীর্ঘ বক্তব্য বলেন প্রবীণ অর্থনীতিবিদ৷ বিজেপি ও সাম্প্রদায়িক শক্তিগুলিকে পরাস্ত করতে বিরোধীদের এক ছাতার তলায় আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি৷ বলেন, ‘‘ভারতীয় সমাজ ব্যবস্থা এখন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। ঐক্যবদ্ধ লড়াই ছাড়া এই পরিস্থিতি বদলাবে না৷’’ এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে বাম ও অ-বাম শক্তিকে জোট বেঁধে লড়াইয়ের আহ্বান জানান তিনি৷ বিজেপি সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা করে আগেই অমর্ত্যবাবু জানিয়েছিলেন, মোট ৩১ শতাংশ ভোট নিয়ে দেশের ক্ষমতায় এসেছে বিজেপি৷ এই মন্তব্যের পরই তাঁকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে সরিয়ে দেওয়া হয়৷ এদিন এই প্রসঙ্গও তুলে ধরেন তিনি৷ গত সপ্তাহের শেষ দিকে নোবেলজয়ী অর্থনীতিবিদের মন্তব্যকে ঢাল করে বাংলার রাজনীতির ময়দানে নামেন বিজেপির দুই নেতা৷ পালা করে অমর্ত্যবাবুর বিরুদ্ধে সরব হন দিলীপ ঘোষ ও রাহুল সিনহা৷
The post বিজেপির বিরুদ্ধে মন্তব্য, রাহুল-দিলীপের আক্রমণের শিকার অমর্ত্য সেন appeared first on Sangbad Pratidin.