shono
Advertisement
Dharmatala

ধর্মতলা বাসস্ট্যান্ডে উদ্ধার ৬৬ কেজি গাজা, গ্রেপ্তার নদিয়ার ৪ যুবক

পিছনে বড় কোনও পাচার চক্র জড়িত আছে কি না খতিয়ে দেখছে পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 06:32 PM Mar 29, 2025Updated: 06:32 PM Mar 29, 2025

অর্ণব আইচ: কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা চত্বর থেকে বিপুল পরিমাণে গাজা উদ্ধার করল নারকোটিক সেল। গোপন সূত্রে খবর পেয়ে খবর পেয়ে অভিযান চালান তদন্ততকারীরা। ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের থেকে প্রায় ৬৬কেজি বেআইনি মাদক উদ্ধার করছে পুলিশ। তারা এত বিপুল পরিমাণ গাজা ওড়িশা থেকে কলকাতা নিয়ে এসেছিল। তবে কলকাতার কোথায় তা পাচারের ছক ছিল তা জিজ্ঞাসাবাদ করছে জানার চেষ্টা করছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে তাঁদের কাছে গোপন সূত্রে খবর আসে কয়েকজন যুবক মিলে বিপুল পরিমাণের গাজা পাচারের ছক করছে। অভিযুক্তরা ধর্মতলা বাস স্ট্যান্ডের কাছে জড়ো হয়েছেন। সূত্র মারফত এই খবর পেয়ে ময়দান থানার অন্তর্গত ধর্মতলা সরকারি বাসস্ট্যান্ডের পাশে একটি অস্থায়ী টায়ার রিপায়েরিংয়ের দোকান থেকে প্রায় ৬৬কেজি বেআইনি মাদক-সহ ৪ জনকে গ্রেপ্তার করে নারকোটিক সেলের কর্তারা।

জানা গিয়েছে, ধৃতরা প্রত্যেকেই নদিয়ার বাসিন্দা। তারা ওড়িশা থেকে গাজা নিয়ে আসছিলেন। তাঁদের গ্রেপ্তার করেছে পুলিশ। এর পিছনে বড় কোনও পাচার চক্র জড়িত আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা চত্বর থেকে বিপুল পরিমাণে গাজা উদ্ধার করল নারকোটিক সেল।
  • গোপন সূত্রে খবর পেয়ে খবর পেয়ে অভিযান চালান তদন্ততকারীরা।
  • ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের থেকে প্রায় ৬৬কেজি বেআইনি মাদক উদ্ধার করছে পুলিশ।
Advertisement