shono
Advertisement

Breaking News

কৃষি আইনকে সমর্থন জানিয়ে মোদি সরকারের পাশে আমেরিকা

কৃষি আন্দোলনকে 'শান্তিপূর্ণ' বলেই উল্লেখ বিডেন প্রশাসনের।
Posted: 12:56 PM Feb 04, 2021Updated: 02:21 PM Feb 04, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের কৃষক আন্দোলন (Farmers Protest) ধীরে ধীরে আন্তর্জাতিক হয়ে উঠেছে। মঙ্গলবার রিহানা, গ্রেটা থুনবার্গ থেকে শুরু করে বহু আন্তর্জাতিক ব্যক্তিত্ব যখন কৃষকদের সমর্থনে টুইট করেছেন, তখনই মোদি সরকারের (Modi government) পাশে দাঁড়াতে দেখা গেল আমেরিকাকে (US)। পাশাপাশি নয়া কৃষি আইনের বিরোধিতায় শুরু হওয়া আন্দোলনকে ‘শান্তিপূর্ণ’ বলেও উল্লেখ করে ওয়াশিংটনের তরফে একে উন্নত গণতন্ত্রেরই পরিচয় বলে জানানো হয়েছে।

Advertisement

বুধবার মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ভারতের কৃষি আন্দোলন নিয়ে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে জানানো হয়, আমেরিকা বরাবরই দু’পক্ষের মধ্যে কোনও মতানৈক্য হলে আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নেওয়ার পক্ষে। এদিনই বিডেন প্রশাসন পরিষ্কার করে দিয়েছে, কেন্দ্র কৃষি আইন নিয়ে যে নয়া পদক্ষেপ করেছে, তার থেকে উপকৃত হবে দেশীয় বাজার। এছাড়া এ থেকে বিদেশি বিনিয়োগের পথও তৈরি হবে।

[আরও পড়ুন: পাকিস্তান ‘শান্তিপ্রিয় দেশ’! কাশ্মীর ইস্যুতে চাপে পড়ে বার্তা পাক সেনাপ্রধানের]

মার্কিন মুখপাত্রের কথায়, ”ভারতের বাজারের ক্ষমতা ও বেসরকারি বিনিয়োগের উন্নতির জন্য এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে আমেরিকা।” সেই সঙ্গে কৃষকদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন যে উন্নত গণতন্ত্রেরই পরিচায়ক, সেকথা উল্লেখ করে আমেরিকা মনে করিয়ে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্টও আন্দোলন নিয়ে এমন মতই প্রকাশ করেছে। তবে ওয়াশিংটনের তরফে কৃষি আন্দোলন নিয়ে কার্যত মোদি সরকারকে সমর্থন জানানো হলেও শেষ পর্যন্ত আমেরিকা যে আন্দোলন নিয়ে দ্বিধাবিভক্ত তাও পরিষ্কার হয়ে গিয়েছে। মার্কিন কংগ্রেসের বহু সদস্যই কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছেন।

কংগ্রেসের এক সদস্য হ্যালি স্টিভেন্সের কথায়, “ভারতে কৃষকদের শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে যে পদক্ষেপ করার খবর পেয়েছি, তাতে আমি উদ্বিগ্ন। আমি পরিস্থিতির দিকে নজর রাখব।” তাঁর মতে, মোদি সরকারের উচিত আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করে এবিষয়ে কোনও ফলপ্রসূ রাস্তা বার করা। আরেক কংগ্রেস সদস্য ইলহান ওমরও কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। কৃষকদের পাশে দাঁড়িয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভাইঝি মীনা হ্যারিসও।

[আরও পড়ুন: মায়ানমারে সেনা অভ্যুত্থান নিয়ে জরুরি বৈঠকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement