সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘যতই বল প্রয়োগ করুক না কেন, এ রাজ্যে তিনটি রথযাত্রা হবেই৷ আইনি লড়াই থেকে সরে আসবে না বিজেপি৷ প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব৷’ দিল্লিতে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ তাঁর বক্তব্য, ‘সাত বছর ধরে পশ্চিমবঙ্গে তৃণমূলের অপশাসন চলছে, গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা চলছে৷ বিজেপির জনপ্রিয়তায় ভয় পেয়েই রথযাত্রা আটকানোর চেষ্টা করছে প্রশাসন৷’ উল্লেখ্য, শনিবার কলকাতায় আসছেন অমিত শাহ৷
[ রাজ্য সফর বাতিল, কোচবিহারে বিজেপির সভায় আসছেন না অমিত শাহ]
হিন্দি বলয়ের কায়দায় এ রাজ্যেও রথযাত্রা কর্মসূচি ঘোষণা করেছিল বিজেপি৷ উদ্দেশ্য, লোকসভা ভোটের আগে দলের সংগঠনকে আরও মজবুত করা৷ ঠিক ছিল, শুক্রবার কোচবিহার থেকে রথযাত্রার সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ বীরভূমের তারাপীঠ ও গঙ্গাসাগর থেকেও আরও দুটি রথ বেরোনোর কথা ছিল৷ কিন্তু, আইনি জটে বিজেপির কর্মসূচি বানচাল হয়ে গিয়েছে৷ দলের রাজ্য নেতৃত্বের দাবি, ১৯ অক্টোবর থেকে রথযাত্রার অনুমতি চেয়ে বারবার প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে, কিন্তু সাড়া মেলেনি৷ শেষপর্যন্ত হাই কোর্টের দ্বারস্থ হয় বিজেপি৷ কিন্তু আদালতে ধাক্কা খায় গেরুয়া শিবির৷ রথযাত্রার উপর স্থগিতাদেশ জারি করেছে হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চ৷ এখন মামলাটির শুনানি চলছে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চে৷
এদিকে পরিবর্তিত পরিস্থিতিতে শুক্রবার রাজ্যে না আসার সিদ্ধান্ত নেন অমিত শাহ৷ তবে দিল্লিতে সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারকে একহাত নিলেন তিনি৷ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, ‘সাত বছর ধরে বাংলায় তৃণমূলের অপশাসন চলছে৷ শাসকদলের গুন্ডামি সত্ত্বেও পঞ্চায়েত ভোটে ৭ হাজার আসনে জিতেছে বিজেপি৷ এ রাজ্যে পরিবর্তন আনতে দলের কর্মী-সমর্থকরা দৃঢ়প্রতিজ্ঞ৷ বিজেপির সাফল্যে ঘাবড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাই প্রশাসন বিজেপির রথযাত্রা আটকানোর চেষ্টা করছে৷’ শনিবার তিনি কলকাতায় আসছেন বলে জানিয়েছেন অমিত শাহ৷
[রামায়ণের পর ‘পঞ্জ তখত এক্সপ্রেস’, শিখ তীর্থযাত্রীদের জন্য রেলের নয়া ট্রেন]
The post ‘যতই বলপ্রয়োগ করুক, রথযাত্রা হবেই’, চ্যালেঞ্জ অমিত শাহের appeared first on Sangbad Pratidin.