সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরে ভয়ংকর দুর্ঘটনা। গভীর খাদে পড়ল সেনার গাড়ি। মৃত্যু কমপক্ষে ৫ জওয়ানের। ভূস্বর্গের পুঞ্চ জেলার বালনোই এলাকার মেন্ধহারে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। আহত জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেনার ১১ নং লাইট ইনফ্যন্ট্রি-র গাড়িটি নিলম হেড কোয়ার্টার থেকে বালনোই ঘোড়া পোস্টে যাচ্ছিল। গন্তব্যের খুব কাছাকাছি পৌঁছে কোনও ভাবে ৩৫০ ফুট গভীর খাদে পড়ে যায় গাড়িটি। খবর পেতেই ১১ নং লাইট ইনফ্যন্ট্রির একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে নামে। আহত জওয়ানদের উদ্ধার করে কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। তদন্ত করে দেখছে সেনা। গত মাসেও রাজৌরি জেলায় একই ধরনের দুর্ঘটনা ঘটে। খাদে গাড়ি পড়ে এক জওয়ানের মৃত্যু হয়। আরও একজন জওয়ান আহত হন। রাজৌরির দুর্ঘটনাটি ঘটে ৪ নভেম্বর। তার আগে ২ নভেম্বর রিয়াসি জেলায় রাস্তা থেকে পিছলে একটি গাড়ি খাদে পড়ে যায়। ওই ঘটনায় এক মহিলা, এক শিশু-সহ তিন জনের মৃত্যু হয়।
প্রসঙ্গত, সন্ত্রাসবাদী সংগঠনগুলি থেকে দূরত্ব বাড়াচ্ছে উপত্যকার যুবসমাজ! কেন্দ্রের স্বস্তি বাড়িয়ে সম্প্রতি জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে এক রিপোর্ট প্রকাশ্যে আনা হয়েছে। যেখানে দাবি করা হয়েছে, চলতি বছরে শ্রীনগর জেলা থেকে একজন যুবকও জঙ্গি শিবিরে যোগ দেয়নি। অর্থাৎ ৩৭০ ধারা প্রত্যাহারের পর এই প্রবণতাকে ‘বিরাট সাফল্য’ হিসেবে দেখছে প্রশাসন। যদিও দক্ষিণ কাশ্মীর থেকে এ বছর ৭ যুবক জঙ্গি সংগঠনে নাম লিখিয়েছে। যা অতীতের তুলনায় অনেক কম।