shono
Advertisement

Breaking News

পাকিস্তানে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইকের খোঁজ নিন, রাহুলকে তোপ অমিতের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সার্জিক্যাল স্ট্রাইকে পাকিস্তান সমস্যার কতটা সমাধান হযেছে তা লক্ষ টাকার প্রশ্ন৷ কিন্তু এ মুহূর্তে এই ইস্যুতে ঘরোয়া রাজনীতি সরগরম৷ কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী যখন সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে রাজনীতি করার অভিযোগে মোদির বিরুদ্ধে তোপ দেগেছেন, তখন পাল্টা নিন্দায় নামলেন অমিত শাহ৷ সার্জিক্যাল স্ট্রাইকের সাফল্য সামনে আসার সঙ্গেই সঙ্গেই মোদির হয়ে প্রচারে আসরে নেমছিল […]
Posted: 10:27 PM Oct 07, 2016Updated: 04:57 PM Oct 07, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সার্জিক্যাল স্ট্রাইকে পাকিস্তান সমস্যার কতটা সমাধান হযেছে তা লক্ষ টাকার প্রশ্ন৷ কিন্তু এ মুহূর্তে এই ইস্যুতে ঘরোয়া রাজনীতি সরগরম৷ কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী যখন সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে রাজনীতি করার অভিযোগে মোদির বিরুদ্ধে তোপ দেগেছেন, তখন পাল্টা নিন্দায় নামলেন অমিত শাহ৷

Advertisement

সার্জিক্যাল স্ট্রাইকের সাফল্য সামনে আসার সঙ্গেই সঙ্গেই মোদির হয়ে প্রচারে আসরে নেমছিল বিজেপি-আরএসএস৷ পাল্টা হিসেবে কংগ্রেস, আপ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে স্ট্রাইকের প্রমাণের কথা বলে৷ তখনই তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ তোলা হয়৷ সেনার সাহসে তাদের বিশ্বাস নেই কি না৷ তোলা হয় সে প্রশ্নও৷ এরপরই রাহুল মোদির বিরুদ্ধে তোপ দেগে বলেন, সেনার মৃত্যু নিয়ে আসলে রাজনীতি করছেন মোদি৷ তারই জবাব দিয়ে এদিন অমিত শাহ জানালেন, “অনেক রাজনৈতিক দলই সার্জিক্যাল স্ট্রাইকের সত্যতা নিয়ে প্রশ্ন তুলছে৷ ভারতীয় সেনাকে অসম্মানসূচক কথা যাঁরা বলছেন তাঁদের নিন্দা করি৷ এত যাঁরা প্রমাণ চাইছেন তাঁরা বরং পাকিস্তানে চলে যান, ওরাই ভাল বুঝিয়ে দিতে পারবে কী হয়েছিল৷”

সার্জিক্যাল স্ট্রাইকের দেশের সাফল্যকেই উত্তরপ্রদেশ নির্বাচনে হাতিয়ার করতে চলেছে বিজেপি৷ আর তাই জাতীয়তাবাদী যে প্রবল হাওয়া এই মুহূর্তে বইছে তা যাতে ঝিমিয়ে না যায় তারই কৌশল নিয়েছেন অমিত শাহরা৷ আর তাই রাহুলকে এদিন তুলোধোনা করেন বিজেপি সভাপতি৷ এমনকী অরবিন্দ কেজরিওয়ালকেও একহাত নিয়েছেন৷ বরং সংবাদমাধ্যমকে তিনি সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রচার ও সত্যতার জন্য ধন্যবাদ জানিয়েছেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement