shono
Advertisement

সিএএ নিয়ে নেই স্পষ্ট শাহি আশ্বাস, বঙ্গ বিজেপির অন্দরে ক্ষোভ

বঙ্গ-পদ্মে ঘরোয়া কোন্দল মিটিয়ে চলার বার্ত শাহর।
Posted: 01:50 PM Apr 16, 2023Updated: 01:50 PM Apr 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনে নিজেদের পায়ে দাঁড়িয়ে লড়তে হবে, বঙ্গ বিজেপিকে (BJP) এই বার্তা দেওয়ার পাশাপাশি অমিত শাহ (Amit Shah) রাজ‌্য নেতাদের বুঝিয়ে দিলেন, দিল্লির নজর লোকসভা ভোটেই। পাশাপাশি দলের ঘরোয়া বিবাদ মিটিয়ে একসঙ্গে যে চলতে হবে সেটাও কোর কমিটির নেতাদের নিয়ে বৈঠকে স্পষ্ট করে দিয়ে গেলেন শাহ। পাশাপাশি সিএএ (CAA) নিয়েও রাজ‌্য নেতাদের কোনও সুনির্দিষ্ট আশ্বাস দেননি বলে বৈঠক সূত্রে খবর।

Advertisement

বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর জিজ্ঞেস করেছিলেন, সিএএ কবে হবে? শাহ শুধু বলেছেন, হবে। নির্দিষ্ট করে কিছু বলেননি। সিএএ-র বলেই লোকসভায় মতুয়া ভোট পেয়েছিল তারা। কিন্তু সিএএ লাগু না হওয়ায় বিজেপিতে থাকা মতুয়াদের একাংশ প্রকাশ্যে সরবও হয়েছে। এবার শাহর মুখে সিএএ নিয়ে কোনও নির্দিষ্ট আশ্বাস না শোনায় মতুয়াদের পাশাপাশি শান্তনু ঠাকুরও কার্যত হতাশ বলেই খবর।
দলের কোর কমিটির নেতাদের নিয়ে বৈঠকে লোকসভা ভোটে ৩৮ আসনের টার্গেট দিয়ে হিসাব কষে বুঝিয়েও দিয়েছেন, কেন তিনি ওই আসনগুলিকে নজর দিচ্ছেন।

[আরও পড়ুন: LIC এজেন্ট থেকে ভারতের বয়স্কতম কোটিপতি, কে এই লছমন দাস মিত্তল?]

যদিও শাহর এই ৩৮ আসনের টার্গেটে (জনসভায় অবশ‌্য ৩৫টি বলেছেন) কার্যত বিনা মেঘে বজ্রপাত বঙ্গ বিজেপি নেতাদের কাছে। কারণ, এইমুহূর্তে সংগঠনের যা অবস্থা তাতে তো ২০১৮ সালের লোকসভা আসনই ধরে রাখা সম্ভব নয়। ক’দিন আগেও দলের অভ‌্যন্তরীণ সমীক্ষা রিপোর্ট ছিল, এই মুহূর্তে লোকসভা ভোট হলে পাঁচ থেকে ছয়টি আসন আসতে পারে বঙ্গে পদ্মের ঝুলিতে। একুশের ভোটের পর থেকেই বিজেপির গ্রাফ নিম্নমুখী। লোকসভার টার্গেট পূরণ করার যে লক্ষ‌্যমাত্রা শাহ দিয়েছেন তা এইমুহূর্তে অসম্ভব। ফলে শাহর এই টার্গেট নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে দলের মধ্যে।

[আরও পড়ুন: পরকীয়ায় মজে স্ত্রী! ভিনরাজ্য থেকে বাড়ি ফিরেই দুই সন্তান-সহ মহিলাকে পিটিয়ে খুন স্বামীর]

শনিবার সকালে দিল্লি রওনা হওয়ার আগে শাহ ফের একপ্রস্থ বৈঠক করেন সুকান্ত-শুভেন্দুদের নিয়ে। বৈঠকে বলেছেন, এক, দলের পুরনো নেতা-কর্মীদের কাছে টানতে হবে। পুরনোদের কাজে লাগিয়ে তাঁদের মতামত নিতে হবে। দুই, দলের সকলকে নিয়ে চলতে হবে। ইস্যুভিত্তিক আন্দোলন চাই। তিন, ভোটারদের পরিবারের লোক হয়ে উঠুন। চার, দলের সাংসদ-বিধায়ক ও সাংগঠনিক নেতারা সমন্বয় রেখে কাজ করুন। পাঁচ, সাংসদ-বিধায়কদের আরও সক্রিয় হতে হবে, পাশের এলাকারও দায়িত্ব নিতে হবে। শাহ শুধু বলেছেন, দলের সক্রিয় কর্মী যাঁরা, তাদের পঞ্চায়েতে প্রার্থী তালিকায় অগ্রাধিকার দিতে হবে।

লোকসভার প্রবাস কর্মসূচিতে কার্যত প্রতি মাসেই বাংলায় আসার কথা অমিত শাহর। সেরকমই ৮ ও ৯ মে আবার আসবেন। ওই সময় ২৫ বৈশাখ রয়েছে। আগের দিন কোনও একটি লোকসভা কেন্দ্রে জনসভা করবেন। তারপর ২৫ বৈশাখ ‘খোলা হাওয়া’ নামে গেরুয়া শিবিরে একটি সংগঠনের আয়োজনে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে পারেন। যেতে পারেন জোড়াসাঁকোতেও। অর্থাৎ, লোকসভা ভোটের আগে বাংলার সংস্কৃতি-বাঙালির আবেগকে ফের বিজেপি যে হাতিয়ার করতে চাইছে শাহর আগামী সফরসূচিতে তা স্পষ্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement