shono
Advertisement

ইফতার মন্তব্যের সমালোচনা, গিরিরাজকে সমঝে যাওয়ার বার্তা অমিত শাহের

কী বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? The post ইফতার মন্তব্যের সমালোচনা, গিরিরাজকে সমঝে যাওয়ার বার্তা অমিত শাহের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:10 PM Jun 05, 2019Updated: 02:10 PM Jun 05, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘‘বিজেপি কখনওই এই ধরনের মন্তব্যকে সমর্থন করেন না৷’’ ইফতার পার্টি নিয়ে যেভাবে বিহারের এনডিএ জোটসঙ্গীদের নিশানা করেছেন গিরিরাজ সিং, তার সমালোচনা করে মঙ্গলবার এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ আলটপকা মন্তব্য করা ব্যাপারে গিরিরাজকে বিরত থাকারও হুঁশিয়ারিও দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷

Advertisement

[ আরও পড়ুন: দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকে নির্বিচারে গুলি জঙ্গির, পুলওয়ামায় মৃত্যু মহিলার]

ইফতার পার্টিতে অংশগ্রহণ করায় মঙ্গলবারই জেডিইউ সুপ্রিমো তথা বিহারের মুখ্যমন্ত্রী এবং এলজেপি প্রধান তথা কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানকে টুইটারে নিশানা করেন গিরিরাজ সিং৷ এই ঘটনার ফলে বিহারের এনডিএ জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে যায় রাজনৈতিক মহলে৷ ঘটনার খবর পৌঁছায় বিজেপির সর্বভারতীয় সভাপতির কানেও৷ সঙ্গে সঙ্গে হাল ধরেন অমিত শাহ৷ সূত্রের খবর দলের এই বিতর্কিত নেতাকে সাবধান হওয়ার বার্তা দেন তিনি৷ প্রকাশ্যে জানান, “বিজেপি কখনওই গিরিরাজের মন্তব্যকে সমর্থন করে না। এই মন্তব্য দুর্ভাগ্যজনক।” কেবল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নয়, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজকে এই ইস্যুতে একহাত নিয়েছেন জেডিইউ, এলজেপি নেতৃত্বও৷ জেডিইউ-এর মুখপাত্র সঞ্জয় সিংহ বলেন, “গিরিরাজ এ ধরনের মন্তব্য করতেই অভ্যস্ত। মানসিকভাবে উনি সুস্থ নন। ওঁর মানসিক চিকিৎসা করানো প্রয়োজন।” এলজেপির সংসদীয় দলনেতা চিরাগ পাসোয়ান বলেন, “গিরিরাজজি কেমন মানুষ সেটা সবাই জানেন। ওঁনার জানা উচিত, নবরাত্রি হোক বা রমজান, আমরা সব উৎসবই একই রকম উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালন করি।”

[ আরও পড়ুন:  কনভয় থামিয়ে ক্যানসার আক্রান্তের পাশে জগন, দিলেন ২০ লক্ষ টাকার আর্থিক সহায়তা]

প্রসঙ্গত, সোমবার পাটনায় এক ইফতার পার্টির আয়োজন করেছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা হিন্দুস্তান আওয়াম মোর্চার প্রধান জিতনরাম মানঝি। এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিহারের শাসক-বিরোধী প্রায় সব দলের নেতারা। জেডিইউ প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সুশীল মোদি, এলজেপি নেতা রামবিলাস পাসোয়ান ও তাঁর ছেলে চিরাগ-সহ শাসক-বিরোধী শিবিরের একাধিক নেতানেত্রী। তবে গিরিরাজ নিজে ওই ইফতার পার্টিতে ছিলেন না। কিন্তু ওই অনুষ্ঠানের ছবি শেয়ার করতে গিয়েই তিনি বিতর্কিত মন্তব্য করেন। কটাক্ষের সুরে টুইটারে লেখেন, “এই ছবিগুলো কত সুন্দর হত, যদি নবরাত্রির ভোজও সমান আতিথেয়তা ও আগ্রহের সঙ্গে আয়োজন করা হত। কিন্তু কেন আমরা নিজেদের বিশ্বাস প্রকাশ করতে এত ইতস্তত করি এবং ছলনার আশ্রয় নিই?” তাঁর ওই মন্তব্যের জেরে অস্বস্তিতে পড়ে বিজেপি। তাঁর এই ছবি এবং মন্তব্য পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিতর্ক শুরু হয়। প্রশ্ন উঠতে থাকে বিহারের এনডিএ জোট নিয়ে৷ যা সামাল দিতে শেষে আসরে নামতে হয় খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতিকে৷

The post ইফতার মন্তব্যের সমালোচনা, গিরিরাজকে সমঝে যাওয়ার বার্তা অমিত শাহের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement