রূপায়ণ গঙ্গোপাধ্যায় ও নন্দন দত্ত: পূর্বসূচি অনুযায়ী আর কিছুক্ষণের মধ্যেই অনুব্রতহীন বীরভূমে পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে তাঁর সভাস্থল। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে পয়লা বৈশাখে সাধারণ মানুষের হয়রানি কমাতে নিজের সফরসূচির সামান্য পরিবর্তন করেছেন শাহ। আগামিকালের পরবর্তীতে শুক্রবার বিকেলে দক্ষিণেশ্বর যাবেন তিনি।
অমিত শাহের সফর সূচিতে প্রথম থেকেই ছিল দক্ষিণেশ্বর। তবে আগামিকাল অর্থাৎ পয়লা বৈশাখে যাওয়ার কথা ছিল। কিন্তু এইদিনে বহু মানুষ দক্ষিণেশ্বরে যান। অমিত শাহ গেলে তাঁর নিরাপত্তার কারণে আমজনতার সমস্যা হতে পারে। তাই নিয়ে প্রশ্ন তুলেছিল শাসকদল। তাঁরা বলেছিল, বিজেপি মানুষের কথা ভাবে না। মানুষের অসুবিধা করতেই বছরের প্রথম দিনে দক্ষিণেশ্বরে যাচ্ছেন শাহ। এসবের মাঝেই সফর সূচি বদলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার বিকেলে বীরভূম থেকে ফিরে দক্ষিণেশ্বরে যাবেন তিনি।
[আরও পড়ুন: ‘দাদা সমস্ত মনোষ্কামনা পূর্ণ করে দিয়েছেন’, মদনের সঙ্গে দক্ষিণেশ্বরে পুজো দিয়ে বললেন কৌশানি]
শুক্রবার বেলা ১২ টা বেজে ২০ মিনিট নাগাদ দুর্গাপুর বিমানবন্দর থেকে হেলিকপ্টারে বীরভূমে রওনা দেবেন শাহ। অনুব্রতহীন বীরভূমে শাহের সভা ঘিরে সাজ সাজ রব। ত্রি-স্তরীয় নিরাপত্তা বেষ্ঠনিতে মুড়ে ফেলা হচ্ছে সভাস্থল অর্থাৎ বেনিমাধব স্কুলের মাঠ। মঞ্চের একদম সামনে থাকবে কম্যান্ডো বাহিনী। তারপর সিআইএসএফ। একদম শেষে থাকবে রাজ্যপুলিশ। সভা শেষ হলে তিনটে পাঁচ নাগাদ শাহ যাবেন সিউড়ি হাইরোড সংলগ্ন নব নির্মিত বিজেপির বীরভূম জেলা পার্টি অফিস চত্বরে। পার্টি অফিসের উদ্বোধন করবেন তিনি। সেখান থেকে বিকেল চারটে পাঁচ নাগাদ ফিরবেন পুলিশ লাইন মাঠের হেলিপ্যাডে। রওনা হবেন কলকাতা বিমানবন্দরে। কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।