shono
Advertisement

ক্রিসমাসের কলকাতায় শাহী ‘ধর্ম-সফর’, দফায় দফায় করবেন কৌশল বৈঠকও

মাস পেরনোর আগেই অমিত শাহর ফের এই কলকাতা সফর নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস।
Posted: 09:37 PM Dec 24, 2023Updated: 09:42 PM Dec 24, 2023

সুদীপ রায়চৌধুরী: ধর্মতলায় জনসভা করতে কলকাতা ঘুরে যাওয়ার মাস পেরনোর আগেই ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবারের আসার কারণ সম্পূর্ণ সাংগঠনিক বলে রাজ‌্য বিজেপি সূত্রে খবর। সোমবার বড়দিনের মাঝরাতে কলকাতায় পৌঁছছেন তিনি। মঙ্গলবার রাতে তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা।

Advertisement

রবিবার রাজ‌্য বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার রাত পৌনে বারোটায় দমদম বিমানবন্দরে নামছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাত কাটাবেন নিউ টাউনের একটি হোটেলে। মঙ্গলবারের কর্মসূচি নিয়ে কোনও কিছু জানানো হয়নি এদিন। যদিও সূত্রের খবর, মঙ্গলবার উত্তর ও দক্ষিণ কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে শাহর। এর মধ্যে দলের রাজ‌্য ও জেলা নেতৃত্বের সঙ্গে এবং রাজ‌্য বিজেপির কোর কমিটির সদস‌্যদের সঙ্গে তাঁর বৈঠক করার কথা। উত্তর কলকাতার একটি গুরুদ্বার ও কালীঘাটের মন্দিরে যাওয়ার সূচিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রয়েছে।

[আরও পড়ুন: ‘এটা আনন্দের জল’, যাদবপুরে সমাবর্তন শেষে কান্না সদ্য অপসারিত উপাচার্যের]

মাস পেরনোর আগেই অমিত শাহর ফের এই কলকাতা সফর নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ‌্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ এপ্রসঙ্গে বলেন, ‘‘অমিত শাহ-নরেন্দ্র মোদিরা একুশের ভোটের আগে ডেলি প‌্যাসেঞ্জারি করেছিলেন । তার পরও তৃতীয়বারের জন‌্য বাংলার ক্ষমতায় আসেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এঁরা যতবার আসবেন, ততবার বাংলার মানুষের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে- নো ভোট টু বিজেপি।’’ কুণালের কথায়, ‘‘গণতান্ত্রিক রাজ‌্য। ওঁরা আসবেন, ঘুরবেন। বিজেপি চেষ্টা করে ধর্ম, বিভাজনের রাজনীতি করার চেষ্টা করে। আমরা উন্নয়ন নিয়ে রাজনীতি করি।’’ রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত‌্য বসু এপ্রসঙ্গে কটাক্ষের সুরে বলেন, ‘‘অমিত শাহ আসছেন। তিনি নানা ধর্মীয় স্থানে যাবেন। যেখানে যাবেন, সেখানে আশপাশে কোনও বাঙালি মনীষীর মূর্তি থাকলে দেখবেন যেন ওদের দলের কেউ আবার সেই মূর্তি ভেঙে না দেন। সংবাদমাধ‌্যম এমন মূর্তি দেখলে নজর রাখুন।’’

রাজ‌্য বিজেপি সূত্রে খবর, কলকাতায় পৌঁছে বিমানবন্দর থেকে নিউ টাউনের হোটেলে চলে যাবেন শাহ। সেখানে রাজ‌্য বিজেপির সর্বোচ্চ পদাধিকারী কয়েকজনের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করবেন তিনি। মঙ্গলবার সকালে যাবেন বড়বাজারের গুরুদ্বার শিখ সঙ্গতে। সেখান থেকে কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেবেন। এর পরে হোটলে ফিরে বৈঠক করবেন রাজ্য নেতৃত্বের সঙ্গে। বিকেল ৩টেয় জাতীয় গ্রন্থাগারে দলের জেলাস্তরের নেতাদের নিয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে অমিত শাহর। এর পরে হোটেলে ফিরে আরও একটি বৈঠক করার কথা রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে। এই বৈঠকে রাজনৈতিক নেতাদের বাইরেও গেরুয়া শিবিরের দু’য়েকজন শীর্ষ পদাধিকারী থাকতে পারেন বলে রাজ‌্য বিজেপির একটি সূত্ের দাবি। সন্ধ্যা সওয়া ৬টা নাগাদ দিল্লি ফিরে যাওয়ার কথা শাহর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement