সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তানে প্রতিরোধের আরেক নাম পঞ্জশির (Panjshir)। ‘সিংহের উপত্যকা’ বারবার রক্তাক্ত করেছে তালিবানকে। এবারও পাহারঘেরা প্রদেশটি থেকে জেহাদিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন বিখ্যাত মুজাহিদ কমান্ডার আহমেদ শাহ মাসুদের পুত্র আহমেদ মাসুদ। তাঁর সঙ্গে যোগ দিয়েছেন আফগানিস্তানের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ। তালিবানের শান্তি আলোচনার পালটা পঞ্জশিরের যোদ্ধারা বার্তা দিয়েছেন, “কথা নয়, যুদ্ধ হবে।”
[আরও পড়ুন: প্রযুক্তির জ্ঞান শূন্য! Kabul Airport সচল করতে বিদেশি শক্তির দ্বারস্থ তালিবান]
সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আফগানিস্তানের ‘কার্যনির্বাহী প্রসিডেন্ট’ সালেহ সাফ জানিয়েছেন তালিবানের বিরুদ্ধে লড়াই চলবে। তালিবদের রুখে দেওয়া হবে। ভবিষ্যতে তালিবানের সঙ্গে যুদ্ধবিরতির সম্ভাবনা উড়িয়ে সালেহ বলেন, “সমস্ত আফগানদের অধিকার রক্ষায় আমরা প্রতিরোধ গড়ে তুলেছি। পঞ্জশিরই প্রতিরোধে গড়। আজ যে আফগানরা অত্যাচার ও নিপীড়ন থেকে (তালিবানের) পালিয়ে আসছেন তাঁদের এবং সমস্ত দেশের ভরসা পঞ্জশির।” তালিবানকে কড়া বার্তা দিয়ে দিয়ে তিনি আরও বলেন, “পরিকাঠামোর উপর নিয়ন্ত্রণ হাসিল করা মানেই স্থিতাবস্তা হাসিল করা নয়। ভারসাম্য রক্ষা এবং তা বজায় রাখতে অনেক কিছুর দরকার হয় যেগুলি তোমাদের (তালিবান) নেই।”
আফগানিস্তান (Afghanistan) জয় করেও স্বস্তি নেই তালিবানের। এখনও তাদের গলার কাঁটা হয়ে রয়েছে কাবুল থেকে মাত্র ১১০ কিলোমিটার দূরের হিন্দুকুশ ঘেরা স্বাধীন পঞ্জশির। বাধ্য হয়ে ‘ওয়ারলর্ড’ আহমেদ মাসুদ ও সালেহর সঙ্গে আলোচনার টেবিলে বসতে চাইছিল তালেবরা। কিন্তু সেই কথায় কান দেননি তাঁরা। বাবার মতোই জেহাদি গোষ্ঠীটির সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন মাসুদ। আর গোড়া থেকেই প্রতিরোধ গড়ে তোলার কথা বলে আসছেন সালেহ। বুধবার তালিবানের মুখপাত্র আমির খান মোতাকি জানিয়েছে যে পঞ্জশির নিয়ে আলোচনা ব্যর্থ হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে খাভাকে নর্দার্ন অ্যালায়েন্সের সঙ্গে লড়াইয়ে নিকেশ হয়েছে ৩৫০ জন তালিবান (Taliban)। সেই সঙ্গে ৪০ জন জেহাদিকেও বন্দি করা হয়েছে বলে বুধবার এক টুইটে দাবি করেছে মাসুদ বাহিনী। মার্কিন সেনা সরতে শুরু করার পরই দ্রুত আফগানিস্তান দখল করে তালিবান। কিন্তু মসনদে বসেও তাদের অধরা রয়ে গিয়েছে পঞ্জশির। দুর্গম এই পাহাড়ি উপত্যকা এখনও বশ্যতা স্বীকার করেনি তালিবানের কাছে। আহমেদ মাসুদের নেতৃত্বে লাগাতার লড়াই যাচ্ছে তারা। তালিবান জঙ্গিদের সঙ্গে তাদের সংঘর্ষে ফের একবার পর্যদুস্ত জেহাদিরা। অন্তত তেমনটাই দাবি নর্দান অ্যালায়েন্সের।