সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনে কখনও নীল ছবি দেখেননি এমন মানুষের সংখ্যা প্রায় নেই বললেই চলে৷ কিন্তু তা সত্ত্বেও সকলকে জানিয়ে এ কাজ নৈব নৈব চ! এ ছবি দেখার জন্য একটু আড়াল আবডালই পছন্দ অনেকের৷ কিন্তু আপনি কি বাঁধা গতের বিপরীতে হাঁটতে চান? প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে চান এক্স মার্কা ছবি? ভাবছেন নিশ্চয়ই এ আবার কী প্রশ্ন৷ সকলের সঙ্গে বসে নীল ছবি? ইচ্ছা থাকলেও, তা আবার সম্ভব নাকি? অবাক কিংবা বিরক্ত হওয়ার মতো কিছুই হয়নি৷ কারণ, সত্যিই পথচলা শুরু হয়েছে ফাইভ ডি পর্ন প্রেক্ষাগৃহের৷
[ আরও পড়ুন: ঘামে ভেজা শরীরে যৌন মিলন অনেক বেশি সুখকর!]
মাদকতায় ভরপুর এ শহরের বুকে রয়েছে ছবির মতো সাজানো সব ক্যানাল। এছাড়াও রয়েছে আন ফ্রাঙ্কের বাড়ি, ভ্যান গখ মিউজিয়াম৷ বহু মানুষ ওই দর্শনীয় স্থানের টানে ছুটে আসেন৷ বুঝতেই পারছেন আমস্টারডামের কথাই বলা হচ্ছে৷ এই শহরকে আরও বেশি উপভোগ্য করে তোলার জন্য তৈরি হয়েছে ফাইভ ডি পর্ন সিনেমা হাউজ৷ প্রেক্ষাগৃহের ভিতরে বসে যেকোনও প্রাপ্তবয়স্ক মানুষই উপভোগ করতে পারবেন যৌন উত্তেজনা৷ চোখের সামনে শুধু রগরগে ছবিই নয়৷ সঙ্গে এই প্রেক্ষাগৃহে রয়েছে দুলুনি দেওয়া চেয়ার৷ তেমনই আবার রয়েছে বিভিন্ন ধরনের হাওয়ার বন্দোবস্ত আর ওয়াটার জেট। যা আপনাকে এক অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী থাকতে সাহায্য করবে৷ নীল ছবি দেখতে দেখতে আপনি কখনও পাবেন ঠান্ডা হাওয়া৷ আবার কখনও শরীরে জেগে উঠবে অন্য শিহরণ৷ ওই চেয়ার বসে ‘পিকে’ ছবিতে আমির খানের আবিষ্কার করা সেই ডান্সিং কারের কথাও মনে পড়ে যেতে পারে আপনার৷
[ আরও পড়ুন: উভয়ের সম্মতিতেই খুলবে অভিনব কন্ডোমের বাক্স, দেখুন ভিডিও]
কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, ওই প্রেক্ষাগৃহে খুব বেশি জায়গা নেই৷ একসঙ্গে বসতে পারেন অন্তত ১৮ জন দর্শক৷ কিন্তু এখন প্রশ্ন হল কারা যাবেন পর্ন ছবির টানে প্রেক্ষাগৃহে? কর্তৃপক্ষের আশা, শুধু পর্যটকরাই নন৷ যাঁরা জীবনকে প্রতিদিন নতুন করে উপভোগ করতে চান, তাঁরা এই প্রেক্ষাগৃহে আসবেন৷ সাধারণত ডাচরা একটু অন্যরকম জীবনধারায় বিশ্বাসী৷ তাই এই প্রেক্ষাগৃহে যে তাঁরা একবার না একবার ঢুঁ মারবেন, তা আর নতুন করে বলার কিছু নেই৷ কর্তৃপক্ষের দর্শকদের প্রতি একটাই আবেদন, একা নয়৷ এক্কেবারে সঙ্গী বা সঙ্গিনীর হাত ধরে আপনিও চলে যেতেই পারেন এই প্রেক্ষাগৃহে৷ বিছানার পরিবর্তে না হয় একদিন একটু অন্যরকমভাবে যৌনতাকে উপভোগ করলেন দু’জনে৷
The post এবার 5D সিনেমা হলে বসেই দেখা যাবে নীল ছবি! appeared first on Sangbad Pratidin.