shono
Advertisement
T20 World Cup

টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও আমেরিকার স্পনসর ভারতীয় কোম্পানি, চুক্তি কার সঙ্গে?

এর আগে আফগানিস্তান ও নেদারল্যান্ডস দলেরও স্পনসর ছিল এই কোম্পানি।
Posted: 07:59 PM May 02, 2024Updated: 07:59 PM May 02, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ১ জুন থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup)। তার আগে স্পনসর হিসেবে আমুলের (Amul) সঙ্গে চুক্তি করল দক্ষিণ আফ্রিকা (South Africa) ও আমেরিকার (United States of America) জাতীয় দল। আমুল ভারতের জনপ্রিয় ডেয়ারি ব্র্যান্ড। বৃহস্পতিবার দুদেশের বোর্ড আমুলের সঙ্গে তাদের চুক্তির কথা জানিয়েছে।

Advertisement

আসন্ন বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে। ফলে ঘরের মাঠে আমুলের স্পনসর করা জার্সি পরে খেলতে নামবেন আমেরিকার ক্রিকেটাররা। জার্সির বাঁ হাতে থাকবে ভারতীয় ডেয়ারি কোম্পানির নাম। বিশ্বকাপের প্রথম ম্যাচেই নামবে আমেরিকা। ১ জুন তাদের প্রতিপক্ষ কানাডা। সম্প্রতি দ্বিপাক্ষিক সিরিজে তারা ৪-০ ব্যবধানে হারিয়েছে কানাডাকে।

[আরও পড়ুন: আইপিএলে ‘মন্থর’ কোহলি, স্ট্রাইক রেট নিয়ে ধেয়ে আসছে সমালোচনা! কী জানালেন নির্বাচকরা?]

আমুলের ম্যানেজিং ডিরেক্টর জায়েন মেহতা জানিয়েছেন, "আমুল দুধ যেমন সারা বিশ্বের মন জয় করেছে, তেমনই আমেরিকাও ক্রিকেট দুনিয়ার মন জয় করবে। আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য তাদের শুভেচ্ছা জানাই।"

অন্যদিকে সোশাল মিডিয়ায় আমুলের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। প্রোটিয়াদের মূল স্পনসর হবে আমুল। সেই বিষয়ে জায়েন মেহতা জানিয়েছেন, "আমুল এর আগে ২০২৩-র বিশ্বকাপ দলের সঙ্গে যুক্ত ছিল। আমরা ফের তাদের স্পনসর হতে পেরে গর্বিত।" উল্লেখ্য, এর আগে আফগানিস্তান ও নেদারল্যান্ডস দলেরও স্পনসর ছিল আমুল।

[আরও পড়ুন: ‘রিঙ্কুর কোনও দোষ নেই’, তবু কেন বাদ নাইট তারকা? ব্যাখ্যা দিলেন রোহিত-আগরকর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী ১ জুন থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ।
  • তার আগে স্পনসর হিসেবে আমুলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা ও আমেরিকার জাতীয় দলের চুক্তি হয়েছে।
  • বৃহস্পতিবার দুদেশের বোর্ড আমুলের সঙ্গে তাদের চুক্তির কথা জানিয়েছে।
Advertisement