shono
Advertisement

Breaking News

বিমানে কিশোরীর পাশে বসে হস্তমৈথুন! গ্রেপ্তার ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক

হনলুলু থেকে বস্টনগামী বিমানের ঘটনা।
Posted: 08:32 PM Aug 12, 2023Updated: 08:32 PM Aug 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার (America) বাসিন্দা এক ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠল। মাঝআকাশে বিমানে ১৪ বছর বয়সি কিশোরীর পাশের আসনে বসে হস্তমৈথুন করেছিলেন তিনি! বছর খানেক আগের এই ঘটনায় বৃহস্পতিবার এফবিআই গ্রেপ্তার করল অভিযুক্তকে।

Advertisement

মার্কিন অ্যাটর্নি অফিস সূত্রে খবর, ঘটনাটি গত বছরের মে মাসের। হনলুলু থেকে বস্টনগামী বিমানে অশ্লীল আচরণ করেছিলেন অভিযুক্ত ডাঃ সুদীপ্ত মোহান্তি। যিনি ইজরায়েল এবং বস্টনের দু’টি চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক। মাঝআকাশে বিমানে পাশের তাঁর আসনে ছিল ১৪ বছর বয়সি এক কিশোরী। সে অভিযোগ করেছিল, তার পাশে বসে প্রথম কম্বলে ঢেকে পড়ে খোলাখুলি হস্তমৈথুন করেছিলেন সুদীপ্ত। এক সময় বাধ্য হয়ে চিকিৎসকের পাশের আসন থেকে উঠে অন্য একটি ফাঁকা আসনে গিয়ে বসে নাবালিকা।

[আরও পড়ুন: পছন্দের যুবককে বিয়ে করতে চেয়েছিল নাবালিকা ভাগ্নি, ‘অপরাধে’ খুন করলেন মামা!]

বিমান বস্টনের মাটি ছুঁতেই গোটা ঘটনা পরিবারকে জানায় কিশোরী। এরপর বিমান সংস্থার কাছে অভিযোগ জানানো হয়েছিল। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক। বৃহস্পতিবার আদালতের তলবে কাঠগড়ায় হাজির হন ডাঃ সুদীপ্ত মোহান্তি। এদিন পুলিশ তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে। আমেরিকার আইন অনুযায়ী সর্বোচ্চ ৯০ দিনের জেল হতে পারে অপরাধীর। এক বছরের জন্য কর্মস্থল থেকে বরখাস্ত হতে পারেন। এছাড়াও ৫ হাজার ডলার জরিমানা হতে পারে।  

[আরও পড়ুন: আতিক হত্যার পিছনে কি হাত যোগী প্রশাসনের? প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement