shono
Advertisement
Donald Trump

লাস ভেগাসে ট্রাম্পের হোটেলের সামনে টেসলার গাড়িতে বিস্ফোরণ, নিহত ১

বিস্ফোরণে জখম হয়েছেন ৭ জন।
Published By: Kishore GhoshPosted: 12:12 PM Jan 02, 2025Updated: 01:39 PM Jan 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটিাল ডেস্ক: বছর শুরুতে পশ্চিম দুনিয়ায় সন্ত্রাসের আবহ। এবার লাস ভেগাসে আমেরিকার সদ্যনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোটেলের বাইরে টেসলার বৈদ্যুতিক গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর আহত আরও ৭ জন। নিছক দুর্ঘটনা নাকি নাশকতার ছক? খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে বিস্ফোরণ ঘটে বুধবার সকাল ৮টা নাগাদ। বিস্ফোরণে মৃত্যু হয়েছে টেসলার ওই বৈদ্যুতিন গাড়ির চালকের। আহত হয়েছেন আর ৭ জন। জানা গিয়েছে, তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মার্কিন পুলিশকর্তাদের প্রাথমিক অনুমান, এই ঘটনা নাশকতা নয়। যদিও নিউ অরল্যান্সের হামলার পরদিন বিস্ফোরণ ঘটায় সতর্ক রয়েছে লাস ভেগাস পুলিশ। এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু হয়েছে।

নতুন বছরে প্রথম দিনে কার্যত আতঙ্কের দেশ হয়ে উঠেছে আমেরিকা। নিউ অর্লিন্স শহরে জঙ্গি হামলা মৃত্যু হয়েছে ১৫ জনের, লাস ভেগাসে ডোনাল্ড ট্রাম্পের হোটেলের বাইরে বিস্ফোরণে নিহত হয়েছেন একজন। নতুন খবর, নিউ ইয়র্কের নাইটক্লাবে বন্দুকবাজের হামলায় আহত হয়েছেন ১১ জন। তাদের মধ্যে কারও কারও অবস্থা আশঙ্কাজনক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে বিস্ফোরণ ঘটে বুধবার সকাল ৮টা নাগাদ।
  • নতুন বছরে প্রথম দিনে কার্যত আতঙ্কের দেশ হয়ে উঠেছে আমেরিকা।
Advertisement