সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূত চতুর্দশীর রাতে বাড়িতে প্রদীপ জ্বালাতে গিয়ে অঘটন। আগুনে পুড়ে প্রাণ গেল এক বৃদ্ধার। হুগলির ভদ্রেশ্বর স্টেশন রোড এলাকার ঘটনা। দীপাবলির মরশুমে এলাকায় নেমেছে শোকের ছায়া। প্রদীপের আগুনে বিপত্তি নাকি শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে।
হুগলির ভদ্রেশ্বরের দীর্ঘদিনের বাসিন্দা শোভনা চক্রবর্তী। অশীতিপর ওই বৃদ্ধা স্টেশন রোড সংলগ্ন আবাসনের তিনতলার একটি ফ্ল্যাটে একাই থাকতেন। রবিবার, ভূত চতুর্দশীর ওই ফ্ল্যাট থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। আগুন লেগেছে বলেই সন্দেহ করেন স্থানীয়রা। তাঁরা দৌড়ে যান। প্রাথমিকভাবে জল ঢেলে আগুন নেভানোর কাজ শুরু হয়। খবর দেওয়া হয় দমকলের।
[আরও পড়ুন: সোনা-রুপোয় সাজবেন মা, কলকাতার ৩৩ মণ্ডপে কালী প্রতিমার গয়না পাহারায় সশস্ত্র পুলিশ]
কিছুক্ষণের মধ্যে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে প্রায় গোটা শরীরই আগুনে পুড়ে গিয়েছে বৃদ্ধার। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা করা সম্ভব হয়নি। চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে তাঁর। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁপদানি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উৎপল মণ্ডল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভূত চতুর্দশীর সন্ধেয় বাড়িতে প্রদীপ জ্বালিয়েছিলেন বৃদ্ধা। আর সেই প্রদীপ থেকেই আগুন গোটা ঘরে ছড়িয়ে পড়ে। তাতেই জীবন্ত দগ্ধ অবস্থায় প্রাণ হারিয়েছেন তিনি। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে উৎসবের মরশুমে বৃদ্ধার মৃত্যুতে হতাশ স্থানীয় বাসিন্দারা।