সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশীতিপর বৃদ্ধা তিনি। ঝরঝরে চোস্ত ইংরাজিতে তাক লাগিয়ে দিতে পারেন যে কোনও বিদেশিদের। নেট দুনিয়ায় ভাইরাল এই ‘ইংরাজি দাদি’। প্রকৃত নাম ভগওয়ানি দেবী(Bhagwani Devi)। রবিবার ইংরেজিতে মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) ওপর তাঁর বক্তব্য শুনে মুখে কুলুপ কংগ্রেস নেতা শশী থারুরেরও (Shashi Tharoor)! এমন ঝরঝরে ইংরেজিতে জাতির জনকের সম্বন্ধে বলা কি চাট্টিখানি কথা?
রাজস্থানের প্রত্যন্ত গ্রাম ঝুনঝুনুর বাসিন্দা ভগওয়ানি দেবী। তাঁর চোস্ত ইংরাজির জন্যই গ্রামে খ্যাতি পেয়েছেন তিনি। দাদির ঝরঝরে ইংরেজি বক্তৃতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আইপিএস অফিসার অরুণ বোথরা (Arun Bothra)। তারপরেই নেট দুনিয়ায় উত্তেজনা ছড়ায় দাদিকে নিয়ে। লাল শাড়িতে সেজে ইংলিশ দাদি ওরফে ভগবানী দেবীর কথা এখন ফিরছে সবার মুখে মুখে। নেটিজেনদের দাবি, রাজস্থানের প্রত্যন্ত গ্রাম ঝুনঝুনুর এই অশীতিপর বৃদ্ধার ইংরেজি কান পেতে শোনার মতো। ‘ইংরাজি দাদি’ অনায়াসেই হার মানতে পারেন ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করা যেকোনও উচ্চশিক্ষিতকে।৩৬ সেকেন্ডের ভিডিওতে জাতির জনকের প্রতি পূর্ণ মর্যাদা জানিয়ে দাদি বলেছেন, “মহাত্মা গান্ধী ছিলেন বিশ্বের অন্যতম সেরা মানুষ। অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের হয়েও তিনি ছিলেন ভীষণ সাদামাঠা”। ক্লিপিংসটি শেয়ারের পর বোথরার জিজ্ঞাসা নেটিজেনদের, ১০-এ কত পাবেন দাদি?
দাদির ইংরাজি যে তাঁকে ১০-এ ১০০ দেবে তা আর বলার অপেক্ষা রাখে না।
[আরও পড়ুন:সন্তানদের রাস্তা পার করাচ্ছে মা ভাল্লুক, ভিডিও দেখে আপ্লুত নেটিজেনরা]
‘ইংরাজি দাদি’-র এই ভিডিওটি শেয়ার করার পর সঙ্গে সঙ্গেই একদিনেই তার ভিউয়ার্স পৌঁছয় ৩ লক্ষে। দাদির প্রশংসায় পঞ্চমুখ সবাই। বহুজন তাঁর আত্মবিশ্বাসের প্রশংসাও করেছেন।
[আরও পড়ুন:OMG! বিমানের ভিতরে ‘উড়তা’ পায়রা ধরতে লাফালাফি যাত্রীদের]
The post ইংরাজি বলে শশী থারুরকে পাঙ্গা ‘ইংরাজি দাদি’র, ভিডিওয় অবাক নেটিজেনরা appeared first on Sangbad Pratidin.