সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্মে থাকা সত্ত্বেও জাতীয় টেস্ট দলে খেলার সুযোগ পাচ্ছিলেন না। অবশেষে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ডাক পেয়েই নিজের জাত চেনালেন সরফরাজ খান। তরুণ ব্যাটারের মারকাটারি ইনিংস দেখে মুগ্ধ আনন্দ মাহিন্দ্রা। সরফরাজের এহেন অনবদ্য ফর্মের নেপথ্যে যে মানুষটি রয়েছেন, তাঁকেই কুর্নিশ জানালেন মাহিন্দ্র গ্রুপের কর্ণধার। তিনি সরফরাজের বাবা নওশাদ খান। ছেলের কৃতিত্বের জন্য বাবাকে একটি নতুন গাড়ি উপহার হিসেবে দিলেন তিনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্টে ৬৬ বলে ৬২ রান করেন সরফরাজ (Sarfaraz Khan)। তাঁর ইনিংস সাজানো ছিল ৯টি চার ও ১টি ছক্কা দিয়ে। গ্যালারিতে বসে ছেলের ইনিংস তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন তরুণ তারকার মা-ববা। তবে অভিষেকেই দুর্ভাগ্যের শিকার হন সরফরাজ। সেঞ্চুরির দোরগোড়ায় থাকা রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) ভুল কলে রানআউট হন মারকুটে মুম্বইকর। কিন্তু তাঁর আত্মবিশ্বাসী ইনিংস মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমীদের। যে তালিকায় রয়েছেন আনন্দ মাহিন্দ্রাও।
[আরও পড়ুন: ‘আমরা কৃষকদের মোদি গ্যারান্টি দিয়েছি’, বিক্ষোভের আবহেই হরিয়ানায় গর্জন প্রধানমন্ত্রীর]
তিনি যে খেলার বড় ভক্ত, তা এখন সর্বজনবিদিত। ক্রিকেট থেকে অ্যাথলেটিক্স, সব ধরনের খেলাই উপভোগ করেন। উঠতিদের উৎসাহিত করার জন্য তাঁর নিজের কোম্পানির তরফে গাড়িও উপহার দিতে দেখা গিয়েছে মাহিন্দ্রাকে। তবে এবার ক্রিকেটার নয়, তাঁর বাবার আত্মত্যাগ ও পরিশ্রমকে সম্মান জানালেন শিল্পপতী।
শুক্রবার X হ্যান্ডেলে সরফরাজের ইনিংসের ভিডিও শেয়ার করে মাহিন্দ্রা লেখেন, “কঠোর পরিশ্রম, সাহস আর ধৈর্য। ছেলেকে অনুপ্রেরণা দেওয়ার জন্য বাবার মধ্যে এর চেয়ে ভালো গুণ আর কী হতে পারে! অনুপ্রেরণা দেওয়ার জন্য নওশাদ খানকে ‘থর’ গাড়িটি উপহার দিতে চাই। তিনি তা গ্রহণ করলে খুব ভালো লাগবে।” ছেলের জন্য এহেন সম্মান পেলে বাবা যে গর্বিত হবেন, তা আর বলার অপেক্ষা রাখে না।