Advertisement
অবশেষে অনন্ত-রাধিকার ৫০০০ কোটির রাজকীয় বিয়ের ছবি ফাঁস, দেখুন অ্যালবাম
দেখুন ছাদনাতলার কোটি টাকার মুহূর্ত।
রাজনীতি থেকে গ্ল্যামার ইন্ডাস্ট্রি, বিশ্বের তাবড় ব্যক্তিত্বদের উপস্থিতিতে ১২ জুলাই, শুক্রবার অনন্ত-রাধিকার চার হাত এক হয়েছে। তিন দিনব্যাপী এহেন রাজকীয় বিয়ের অনুষ্ঠানের সাক্ষী গোটা ভূ-ভারত।
বিয়ের দিন নবদম্পতিকে আশীর্বাদ করে আসেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শনিবার ‘শুভ আশীর্বাদ’ অর্থাৎ বধূবরণের অনুষ্ঠানেও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে সাধু-সন্তরা এসে নবদম্পতি আশীর্বাদ করে গিয়েছেন।
বলিউড থেকে উপস্থিত ছিলেন শাহরুখ খান, সলমন খান, রণবীর-আলিয়া থেকে শুরু করে বিটাউনের একাধিক তারকা। কিম কার্দাশিয়ানের উপস্থিতিও নজর কেড়েছে। এবার সাদা-কালো ফ্রেমে নবদম্পতির মিষ্টি ছবি মন কাড়ল নেটপাড়ার।
প্রাকবিবাহ থেকে বিয়ের প্রতিটি অনুষ্ঠানে একছাদের তলায় বলিউড-হলিউডকে নিয়ে এসেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। সেই চমক বিয়ে, রিসেপশনেও বাদ যায়নি।
৫০০০ কোটির রাজকীয় বিয়ের ছবি দেখার জন্য মুখিয়ে ছিল গোটা দেশবাসী। শুক্রবার রাতে বিয়ের তিন দিন বাদে অবশেষে ফাঁস হল অনন্ত-রাধিকার বিয়ের ছবি।
বিয়ের অনুষ্ঠানের জন্য আবু জানি সন্দীপ খোসলার পোশাকে সেজেছিলেন রাধিকা। যা কিনা গুজরাতের কারুশিল্প ‘পনিটর’-এর অনুপ্রেরণায় তৈরি। হালকা গোলাপি আভায় আম্বানিবধূকে দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই। তবে বিয়ের আসরে কিন্তু পুরনো গয়না পরেই বসেছিলেন তিনি। এদিকে অনন্তকে দেখা গিয়েছে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনার পাঞ্জাবিতে।
Published By: Sandipta BhanjaPosted: 04:19 PM Jul 15, 2024Updated: 04:36 PM Jul 15, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ