shono
Advertisement

আদিত্যকেই বিয়ে করছেন অনন্যা! মনের কথা ফাঁস চাঙ্কিকন্যার

আদিত্যর সঙ্গে বিয়ের কথাও জানালেন অনন্যা।
Posted: 10:28 AM Mar 28, 2024Updated: 10:29 AM Mar 28, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে আদিত্যর প্রতি প্রেম স্বীকার করে নিলেন চাঙ্কি পাণ্ডে কন্যা অনন্যা। যে প্রেমের গুঞ্জন নিয়ে এতদিন হইচই পড়ে গিয়েছিল গোটা বলিউডে। সেই গুঞ্জনে এবার সিলমোহর দিলেন অনন্যা নিজেই। স্পষ্টই জানিয়ে দিলেন, আদিত্য তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ।

Advertisement

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সম্প্রতি নেহা ধুপিয়ার পডকাস্ট শোয়ে অংশ নিয়েছিলেন অনন্যা। সেখানেই নানা কথায়, নেহা সোজা আদিত্যর প্রসঙ্গ তোলেন। অনন্যা কিন্তু নেহার প্রশ্নের জবাবও দিয়েছেন স্পষ্ট। অনন্যার কথায়, ”আদিত্য আমার বন্ধুর চেয়ে অনেক বেশি। বলতে পারি, আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ মানুষ। যাকে ছাড়া আমি ভাবতে পারি না। আদিত্যর সঙ্গে সময় কাটাতেও ভালো লাগে আমার। সবচেয়ে বড় ব্যাপার আদিত্য আমাকে বোঝে। হয়তো ভবিষ্যতটাও এভাবেই সাজাব।” অনন্যার এই কথাতেই রয়েছে বিয়ের ইঙ্গিত। তবে এখনই বিয়ের তারিখ জানাতে নারাজ চাঙ্কি কন্যা।

[আরও পড়ুন: IPL-এর মাঠে কুকুরকে লাথি, ‘মানবতা কোথায়?’, মোদির কাছে কড়া পদক্ষেপের আর্জি স্বস্তিকার]

অনন্যা কিন্তু এমন ইঙ্গিত ‘কফি উইথ করণ’ শোয়েও দিয়েছিলেন। সেই সময় করণ সারার কাছে করণ জানতে চান, “এমন কী অন্যন্যার আছে যা তোমার কাছে নেই?” উত্তরে নবাবকন্যা বলেন, “নাইট ম্যানেজার।” যা কিনা আদিত্য রায়কাপুর অভিনীত সিরিজ। সারার কথা শুনেই লজ্জায় লাল হয়ে যান অনন্যা। এর পরই আবার বলে বসেন, “অনন্যা রয় কাপুরের মতো অনুভূতি হচ্ছে।”

সূত্রের খবর, অনন্যা (Ananya Pandey) ও আদিত্যর (Aditya Roy Kapoor) বাড়ি থেকে এই প্রেম নিয়ে কোনও আপত্তি নেই। দুই পরিরাবের লোকজনই চাইছেন এই প্রেমের পরিণতি যেন ছাদনাতলায় ঘটে। শোনা যাচ্ছে, সব ঠিকঠাক চললে, চলতি বছরের শেষের দিকে বাগদানও সারবেন অনন্যা ও আদিত্য। জানুয়ারি মাসেই নাকি দুজনেই এই প্রেমের ইস্তেহার সবার সামনে আনবেন। জানাবেন বিয়ের পরিকল্পনাও, এই খবর আগেই জানা গিয়েছিল। তবে বিয়ের খবর রটলেও, অনন্যা-আদিত্য কিন্তু চুপ!

[আরও পড়ুন: সাফল্য নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট হবু মা দীপিকার, কেরিয়ার নিয়ে ভয় পাচ্ছেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement