সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বার বার কুমিরের আক্রমণের মুখে পড়ছেন বাসিন্দারা৷ তাই দক্ষিণ আন্দামান জেলার জনবসতিপূর্ণ এলাকা থেকে কুমিরদের সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল বন দফতর৷
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের প্রিন্সিপাল চিফ কনজারভেটর অফ ফরেস্টস, এম এস নেগি উপদ্রুত অঞ্চলে সমীক্ষা চালাতে এবং কুমিরদের অন্যত্র সরিয়ে নিয়ে যেতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন৷ তিনি নিজেও আগে ওই এলাকা পরিদর্শন করেছিলেন৷
Advertisement
The post কুমিরের আক্রমণে বিপর্যস্ত আন্দামান appeared first on Sangbad Pratidin.