shono
Advertisement

অন্ধ্রের মুখ্যমন্ত্রীর প্রশংসা করে ট্রোলিংয়ের শিকার, আত্মহত্যা মহিলার!

বিরোধীরা খুনের চক্রান্তের অভিযোগ করছেন।
Posted: 09:59 AM Mar 13, 2024Updated: 10:01 AM Mar 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর ‘অপরাধ’ মুখ্যমন্ত্রীর প্রশংসা করা। আর সেই কারণেই বিরোধী দলের সমর্থকদের বিশ্রী ট্রোলিংয়ের শিকার হয়ে শেষপর্যন্ত আত্মহত্যা করলেন অন্ধ্রপ্রদেশের এক মহিলা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছে মৃতার পরিবার। মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি (Jagan Mohan Reddy) ইতিমধ্যে এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। আবার বিরোধী দল টিডিপির অভিযোগ, আত্মহত্যা নয়, খুন করা হয়েছে ওই মহিলাকে।

Advertisement

গত সপ্তাহের অন্ধ্রের (Andhra Pradesh) তেনালি স্টেশনের কাছে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয়েছিলেন গীতাঞ্জলি নামের ওই মহিলা। এর পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে গত সোমবার তাঁর মৃত্যু হয়। তাঁর পরিবারের অভিযোগ, রাজ্যের বিরোধী দলের সমর্থকদের ট্রোলিংয়ের শিকার হয়েই চরম পথ বেছে নিয়েছেন তিনি। জানা যাচ্ছে, সম্প্রতি একটি জমির পাট্টা পান তিনি। আর তার পরই স্থানীয় সংবাদমাধ্যমের কাছে ভূয়সী প্রশংসা করেন জগন্মোহন রেড্ডি প্রশাসনের। ভাইরাল হয় ভিডিওটি। আর সেই ভিডিও ভাইরাল হতেই শুরু হয় ট্রোলিং।

[আরও পড়ুন: ১০০ দিনের টাকা থেকে কাটমানি! অভিযুক্ত উপপ্রধানের স্বামী]

জগন্মোহন রেড্ডি গীতাঞ্জলির পরিবারকে সমবেদনা জানিয়েছেন। তাঁর পরিবারকে ২০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণাও করেছেন। সেই সঙ্গে যাঁরা ট্রোল করেছেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশও দিয়েছেন। অন্যদিকে অন্ধ্রপ্রদেশের অন্যতম বিরোধী দল টিডিপির অভিযোগ, গীতাঞ্জলিকে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি ধাক্কা দিয়ে চলন্ত ট্রেনের সামনে ফেলে দিয়েছিল প্রকাশ্য দিবালোকে। তিনি আত্মহত্যা করেননি।

[আরও পড়ুন: নিজের গাড়ি নেই, পুরুলিয়ার তৃণমূল প্রার্থী শান্তিরামের প্রচারে আসছে দুধ সাদা দামি গাড়ি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement