সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ম্যাচেই প্রতিপক্ষকে সতর্ক করে দিয়েছেন তিনি। এবারের টুর্নামেন্টে ঝড় তুলবেন রাসেল, এমন ইঙ্গিতই তিনি দিয়েছেন ইডেনের প্রথম ম্যাচে। সেই রাসেলই (Andre Russell) স্বীকার করছেন, গতবার তাঁর মানসিকতা ঠিক ছিল না। সঠিক মানসিকতার অভাবে ব্যর্থ হতে হয়েছিল দ্রে রাসকে।
ক্যারিবিয়ান দৈত্য বলেন, ”২০২৩ সালে আমার মানসিকতা সঠিক ছিল না। মাঠে নেমে ভালো কিছু করবো এসব চিন্তা না করে ব্যর্থতা নিয়েই বেশি ভাবনাচিন্তা করতাম।”
[আরও পড়ুন: এখনই মাঠে নয়, কঠিন সময়ে মুম্বইয়ের অস্বস্তি আরও বাড়ালেন সূর্য]
রাসেল নিজেও উপলব্ধি করেছিলেন, এটা নেতিবাচক ভাবনা। সেই প্রসঙ্গে রাসেলকে বৃহস্পতিবার বলতে শোনা গিয়েছে, ”আমি নিজেকে বড্ড বেশি চাপে ফেলে দিচ্ছিলাম। অতিরিক্ত চিন্তাভাবনা করছিলাম। পুরো বিষয়টাই মানসিকতার ব্যাপার। এখন অবশ্য আমার চিন্তাভাবনা বেশ পরিষ্কার। প্রতিটি ডেলিভারি নিয়ে আমি চিন্তাভাবনা করি।” বল ঠিক যেভাবে আসে, সেভাবেই প্রতিক্রিয়া দেখান ব্যাট হাতে।
রাসেল ফাঁস করেছেন তিনি টেকনিকে বেশ কিছু পরিবর্তন আনেন। কেকেআরের প্রাণভোমরা বলেন, ”আমি বেশ কিছু পরিবর্তন এনেছিলাম নিজের টেকনিকে। আবু ধাবির নেটে ব্যাটিং করতাম। সুনীল আমার টেকনিক খতিয়ে দেখত।”
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে রাসেলের ব্যাটের দিকেই তাকিয়ে ভক্তরা।