shono
Advertisement

করোনার ভয়াবহতার মধ্যে কীভাবে এত টাকা খরচ করে IPL হচ্ছে? প্রশ্ন তুললেন অ্যান্ড্রু টাই

আইপিএল বন্ধ হওয়া উচিত বলে দাবি শোয়েব আখতারেরও।
Posted: 05:12 PM Apr 27, 2021Updated: 09:29 PM Apr 27, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএলের (IPL 2021) মাঝেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন অজি তারকা অ্যান্ড্রু টাই। কিন্তু বাড়ি ফেরার কারণ যে ভারতে ক্রমবর্ধমান করোনা সংক্রমণ, তা আর বুঝতে বাকি নেই। টাইয়ের মন্তব্যে এবার তা আরও স্পষ্ট হল। ভয়াবহ কোভিড পরিস্থিতিতেও কীভাবে এত অর্থ খরচ করে আইপিএলের আয়োজন করা হচ্ছে, তা নিয়েই প্রশ্ন তুলে দিলেন অজি পেসার।

Advertisement

দেশে লাফিয়ে বাড়ছে মারণ ভাইরাসের দাপট। আর এরই মধ্যে রাজস্থান রয়্যালসের টাই এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কেন রিচার্ডসন ও অ্যাডাম জাম্পা অস্ট্রেলিয়া ফিরে গিয়েছেন। পরিবার করোনার কবলে পড়ায় টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন রবিচন্দ্রন অশ্বিনও (R Ashwin)। এমন পরিস্থিতিতেও অবশ্য বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, নির্ধারিত সূচি মেনেই চলবে আইপিএল। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধেই সরব টাই। তাঁর প্রশ্ন, “ভারতে এখন হাসপাতালে বেডের অভাবে ভুগছেন বহু মানুষ। এর মধ্যে কীভাবে কোম্পানি, ফ্র্যাঞ্চাইজি, সরকার আইপিএলের পিছনে এত এত টাকা খরচ করছে?”

[আরও পড়ুন: করোনার ধাক্কায় ভারতে অনিশ্চিত টি-২০ বিশ্বকাপ, বিকল্প ভেন্যু ঠিক করল ICC]

এরপরই অবশ্য জুড়ে দেন, “বিশ্বের পরিস্থিতি যদি এখন স্বাভাবিক থাকত, তাহলে খেলা নিঃসন্দেহে মানুষের বিনোদনের উপকরণ হয়ে উঠত। যদি আইপিএল মানুষকে আশার আলো দেখাতে পারে, তাহলে অবশ্য টুর্নামেন্ট চলতেই পারে। কিন্তু মনে হয় না, সকলে এই সময় খেলাটা উপভোগ করছেন। যদিও প্রত্যেকের চিন্তা ভাবনা আলাদা।” ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে টাই আরও বলেন, এখনও পর্যন্ত ক্রিকেটাররা সুরক্ষিত। কিন্তু কতদিন তা সম্ভব, সত্যিই সে নিয়ে সন্দেহ আছে।

১ কোটি টাকার বিনিময়ে এবার রাজস্থানের জার্সি গায়ে চাপিয়েছিলেন টাই (Andrew Tye)। কিন্তু এখনও পর্যন্ত প্রথম একাদশে জায়গা হয়নি তাঁর। আর দেশে ফিরেই করোনা আবহে আইপিএল আয়োজন নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। তবে শুধু টাই নয়, করোনা আবহে আইপিএল বন্ধ হওয়া উচিত বলে মনে করছেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতারও। সম্প্রতি ভারতের করোনা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস। ভিডিও বার্তায় পাকিস্তানের জনগণ ও প্রধানমন্ত্রীকে পড়শি দেশের পাশে থাকার আহ্বানও জানিয়েছেন। এবার তিনি আইপিএল বন্ধের পক্ষে সওয়াল করলেন। সবমিলিয়ে চলতি আইপিএল নিয়ে দ্বিখণ্ডিত ক্রিকেট দুনিয়া।

[আরও পড়ুন: ‘করব, লড়ব, জিতব’, করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশবাসীর পাশে থাকার বার্তা নাইটদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement