সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চুনকাম হতেই ভারতীয় দলকে তোপ দাগলেন অনিল কুম্বলে। টিম ইন্ডিয়ার প্রাক্তন হেডস্যরের সাফ দাবি, বিরাট কোহলি-রোহিত শর্মাদের উচিত এবার নিজেদের প্রশ্ন করা। একটা গোটা সেশনেও টিকতে পারছে না ভারতীয় দল, সেটা সত্যিই খুব চিন্তার। ঘূর্ণি পিচে নামার আগেই ভয়ে কুঁকড়ে যাচ্ছেন ব্যাটাররা, এমনটাই মত কিংবদন্তি লেগস্পিনারের।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। রবিবার মুম্বই টেস্টের তৃতীয় দিনে ৩০ ওভারও ব্যাট করতে পারেননি সরফরাজ খানরা। প্রথম ইনিংসে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২৫ রানে টেস্ট জিতে নেয় নিউজিল্যান্ড। লজ্জার হারের পর থেকেই নেটদুনিয়ায় তুমুল সমালোচনার মুখে পড়েছে টিম ইন্ডিয়া। সাংবাদিক সম্মেলনে এসে অধিনায়ক রোহিত জানান, বোলাররা ম্যাচে ফিরিয়েছিল ভারতকে। কিন্তু ব্যাটারদের রান না পাওয়াটা খুবই চিন্তার ব্যাপার।
তার পরেই ভারতীয় দলকে একহাত নেন প্রাক্তন কোচ অনিল কুম্বলে। সম্প্রচারকারী চ্যানেলকে তিনি বলেন, "কেমন পিচে খেলা হবে সেটা ভারতীয় দলকে বুঝতে হবে। ম্যাচ জিততে স্পিন সহায়ক উইকেট বানানো হয়েছিল। কিন্তু সেখানে নিউজিল্যান্ড দারুণ খেলে ম্যাচ জিতে বেরিয়ে গেল। মাত্র ২৫ রানে ম্যাচ জিতলেও কিউয়িদের কৃতিত্ব দিতেই হবে। অন্যদিকে ভারত সামান্য চাপের মুখেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল।"
ব্যাটিং লাইন আপকে তোপ দেগে কুম্বলে বলেন, "আমার মনে ভারতীয় ব্যাটারদের মনে পিচের জুজু চেপে বসেছে। পাঁচটা ইনিংসে ভারত যেভাবে ব্যাট করেছে, বিশেষত ওইরকম ব্যাটিং লাইন আপ যখন মাত্র একটা সেশনে গুটিয়ে যাচ্ছে, সেটা দেখেই বোঝা যায় ব্যাটাররা কেমন মানসিকতা নিয়ে খেলতে নামছে।" অস্ট্রেলিয়া সিরিজের আগে বিরাটদের উচিত নিজেকে প্রশ্ন করে এই মানসিকতা থেকে বেরিয়ে আসার পথ খোঁজা, এমনটাই বলছেন কুম্বলে।