shono
Advertisement
Anil Vij

হরিয়ানা বিজেপিতে মুষল পর্ব! মুখ্যমন্ত্রীকে 'নিষ্কর্মা' বললেন মন্ত্রী, পালটা শোকজ দলের

দুই মেরুতে হরিয়ানা বিজেপির দুই শীর্ষ নেতা।
Published By: Subhajit MandalPosted: 07:07 PM Feb 11, 2025Updated: 07:42 PM Feb 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি জয়ের পর বিজেপির অন্দরে ফুরফুরে হাওয়া। কিন্তু সেই ফুরফুরে আবহাওয়াতেও কাঁটার মতো বিঁধছে হরিয়ানা। সদ্যই সেরাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু তাতেও দলের অন্দরের কোন্দল মাথাব্যাথা বাড়াচ্ছে বিজেপি নেতৃত্বের।

Advertisement

দলের নির্বাচিত মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনির সঙ্গে বর্ষীয়ান নেতা তথা সিনিয়র মন্ত্রী অনিল ভিজের 'দূরত্ব' নতুন কিছু নয়। কিন্তু এবার সেই দূরত্ব রীতিমতো 'বিবাদে' পরিণত হল। প্রকাশ্যে মুখ্যমন্ত্রীকে একপ্রকার 'নিষ্কর্মা' বলে দিলেন ভিজ। দিন কয়েক আগে তাঁকে প্রকাশ্যে বলতে শোনা যায়, "মুখ্যমন্ত্রী হওয়ার পরও কাজের কাজ করছেন না সাইনি। হেলিকপ্টারেই বেশি সময় কাটাচ্ছেন। মাটিতে পা রাখলে বুঝতে পারবেন মানুষ কত সমস্যায়।" শুধু নায়াব সিং সাইনি নয়, দলের রাজ্য সভাপতি মোহনলাল বদোলির বিরুদ্ধেও বিস্ফোরণ ঘটিয়েছেন ভিজ। সম্প্রতি বদোলির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। ভিজের দাবি, ওই অভিযোগ ওঠার পর নৈতিকতার দায়ে পদত্যাগ করা উচিত ছিল বদোলির।

বলা বাহুল্য প্রকাশ্যে দলের রাজ্য সভাপতি এবং মুখ্যমন্ত্রীর নামে এভাবে 'কুৎসা' হজম হয়নি রাজ্য বিজেপি নেতৃত্বের। অনিল ভিজের কাছে ওই মন্তব্যের ব্যাখ্যা চেয়েছে দল। রাজ্যের সিনিয়র মন্ত্রীকে 'কারণ দর্শানো'র নোটিস পাঠিয়েছেন খোদ রাজ্য সভাপতি। ওই নোটিসে বলা হয়েছে, যে সব মন্তব্য অনিল ভিজ প্রকাশ্যে করছেন, সেগুলি দলের শৃঙ্খলার জন্য ক্ষতিকারক। আগামী দিন তিনেকের মধ্যে এই মন্তব্যের ব্যাখ্যা দিতে হবে ভিজকে। যদিও ভিজের তরফে ইঙ্গিত, তিনি রাজ্যের কোনও নেতাকে জবাব দেবেন না। যা বলার বলবেন কেন্দ্রীয় নেতৃত্বকে।

বস্তুত অনিল ভিজই এই মুহূর্তে হরিয়ানা বিজেপির সবচেয়ে সিনিয়র নেতা। মনোহরলাল খাট্টার মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই ওই কুরসিতে নজর ছিল তাঁর। খাট্টারকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর পর অন্তত তাঁকে মুখ্যমন্ত্রী করা হবে, সেই আশায় বুক বাঁধছিলেন তিনি। কিন্তু শেষমেশ দেখা গেল, তাঁকে উপেক্ষা করে মুখ্যমন্ত্রী করা হল 'অনভিজ্ঞ' সাইনিকে। তারপর থেকে ক্ষোভ আর গোপন করছেন না ভিজ। এখন যা পরিস্থিতি তাতে ভিজ এবং সাইনি দুজনে দুই মেরুতে অবস্থান করছেন। যা হরিয়ানা বিজেপির জন্য একেবারেই ইঙ্গিত নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রকাশ্যে মুখ্যমন্ত্রীকে একপ্রকার 'নিষ্কর্মা' বলে দিলেন ভিজ।
  • শুধু নায়াব সিং সাইনি নয়, দলের রাজ্য সভাপতি মোহনলাল বদোলির বিরুদ্ধেও বিস্ফোরণ ঘটিয়েছেন ভিজ।
  • প্রকাশ্যে দলের রাজ্য সভাপতি এবং মুখ্যমন্ত্রীর নামে এভাবে 'কুৎসা' হজম হয়নি রাজ্য বিজেপি নেতৃত্বের।
Advertisement