shono
Advertisement
Social Media Ban

১৬'র আগে সোশাল মিডিয়া অ্যাকাউন্ট? কেন্দ্রকে বিরাট জরিমানার আইন আনতে বলল হাই কোর্ট

Madras High Court: বিশ্বের প্রথম দেশ হিসেবে অনূর্ধ্ব ১৬ কিশোর-কিশোরীদের সোশাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া।
Published By: Anwesha AdhikaryPosted: 04:32 PM Dec 26, 2025Updated: 04:53 PM Dec 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের প্রথম দেশ হিসেবে অনূর্ধ্ব ১৬ কিশোর-কিশোরীদের সোশাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। একই পথে ভারতেরও হাঁটা উচিত, এই মর্মে কেন্দ্রকে বার্তা দিল মাদ্রাজ হাই কোর্ট। উচ্চ আদালতের মতে, সোশাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রেও কিছু নিয়ম থাকা উচিত। এই বিষয়টি নিয়ে কেন্দ্রের পদক্ষেপ করা দরকার বলেই মত মাদ্রাজ হাই কোর্টের।

Advertisement

বিচারপতি জি জয়াচন্দ্রন এবং কেকে রামকৃষ্ণনের এজলাসে রিট পিটিশন দায়ের হয় সোশাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি ইস্যুতে। ওই পিটিশনে বলা হয়, ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের জন্য কেন্দ্রকে বিশেষ নির্দেশিকা জারি করতে বলুক আদালত। ইন্টারনেট পরিষেবা যারা দেয়, তাদেরকে 'প্যারেন্টাল উইন্ডো' চালু করতে হবে যেন ছোটদের সোশাল মিডিয়া ব্যবহারে অভিভাবকদের নজরদারি থাকে। এইভাবেই পর্নোগ্রাফির মতো নানা ক্ষতিকারক বিষয় থেকে শিশুদের দূরে রাখা সম্ভব বলেই মত আবেদনকারীদের।

এই পিটিশন নিয়ে শুনানি চলাকালীনই অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব ১৬ বয়সিদের সোশাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়টি উল্লেখ করেন আইনজীবীরা। তবে এই মামলায় এখনও কোনও রায় বা নির্দেশ দেয়নি মাদ্রাজ হাই কোর্ট। কিন্তু দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, সোশাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদের দায়িত্ব বহুগুণে বেশি। তাই আবেদনকারীদের মত অনুযায়ী কেন্দ্রও ভেবে দেখতে পারে, অস্ট্রেলিয়ার মতো সোশাল মিডিয়া নিয়ে কোনও আইন প্রণয়ন করা যায় কিনা। আইন যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত কঠোর নিয়ম আনা উচিত কেন্দ্রের, এমনটাই মাদ্রাজ হাই কোর্টের পর্যবেক্ষণ।

উল্লেখ্য, ১৬ বছরের কমবয়সিদের জন্য সোশাল মিডিয়া নিষিদ্ধ করতে গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে পাশ হয়েছিল ঐতিহাসিক এক বিল। অবশেষে ১০ ডিসেম্বর থেকে কার্যকর হয়ে গিয়েছে এই আইন। কোনও প্রতিষ্ঠান এই আইন না মানলে সর্বোচ্চ ৫০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরিমানা দিতে হবে। ভারতীয় মুদ্রায় যা ৩০০ কোটি টাকারও বেশি। তবে এই জরিমানা কেবল সংস্থাগুলির জন্যই। কোনও নাবালক কিংবা তার অভিভাবককে শাস্তির মুখে পড়তে হবে না। এবার কি সেরকম নিয়ম আসতে পারে ভারতেও?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিচারপতি জি জয়াচন্দ্রন এবং কেকে রামকৃষ্ণনের এজলাসে রিট পিটিশন দায়ের হয় সোশাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি ইস্যুতে।
  • আবেদনকারীদের মত অনুযায়ী কেন্দ্রও ভেবে দেখতে পারে, অস্ট্রেলিয়ার মতো সোশাল মিডিয়া নিয়ে কোনও আইন প্রণয়ন করা যায় কিনা।
  • ১৬ বছরের কমবয়সিদের জন্য সোশাল মিডিয়া নিষিদ্ধ করতে গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে পাশ হয়েছিল ঐতিহাসিক এক বিল।
Advertisement