সন্দীপ্তা ভঞ্জ: মঞ্চে গামছা গলায় অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তখন থিক থিক করছে কলেজ পড়ুয়াদের ভীড়। সেখানেই ‘গোবিন্দ দাঁত মাজে না’ গানে আইটেম ডান্স দেখালেন টলিউড অভিনেতা। যা দেখে দশ হাজার পড়ুয়া একসঙ্গে ‘গলা ফাটাল’ অঙ্কুশের জন্য। গোটা অডিটোরিয়াম জুড়ে তখন মোবাইলের ফ্ল্যাশের ঝলকানি। অনুরাগীদের সে কী উন্মাদনা!
সংবাদ প্রতিদিন ডিজিটালকে অঙ্কুশ বলছেন, “এতবড়ভাবে গানের লঞ্চ বাংলায় হয় না। আমার মনে হয়, নবীন প্রজন্ম ‘গোবিন্দ দাঁত মাজে না’ গানটার সঙ্গে রিলেট করতে পারবে।” উল্লেখ্য, অঙ্কুশের বহুদিনের ইচ্ছে ছিল উইন্ডোজ-এর সঙ্গে কাজ করার। এতদিনে সেই ইচ্ছেপূরণ হল ‘রক্তবীজ’-এর সুবাদে। অঙ্কুশ বলছেন, “প্রথমেই শিবুদাকে বলেছিলাম, এত নাচগান করেছি কমার্শিয়াল সিনেমায়, একটু ভিন্নস্বাদের হলে আমার ভাল লাগবে। মানে দর্শকরা যেন আমাকে নতুনভাবে পায়। নন্দিতাদি, শিবুদাদের ভাবনাও এক্ষেত্রে আমার সঙ্গে মিলে গিয়েছিল। আইটেম ডান্সের সিকোয়েন্সটাও খুব ইন্টারেস্টিং। এটুকুই বলব। আর হ্যাঁ, আইটেম সং-টা রিলিজের পর থেকে যেরকম ম্যাসিভ সাড়া পাচ্ছি, সেটা ভাল লাগছে।”
প্রসঙ্গত, সিনেপর্দায় ‘আইটেম গার্ল’ তো দেখেছেন, কিন্তু ‘আইটেম বয়’! অবাক হচ্ছেন তো? আজ্ঞে, অঙ্কুশ হাজরা এমন কাণ্ডই ঘটিয়েছেন। তিনি বরাবরই টলিপাড়ার রসিক অভিনেতা হিসেবে পরিচিত। তাঁর রসবোধের জুড়ি মেলা ভার! এবার ‘আইটেম বয়’ হিসেবে আত্মপ্রকাশ করলেন অঙ্কুশ। টলিপাড়ার প্রথম কোনও অভিনেতাকে সিনেমায় আইটেম সংয়ে নাচ করতে দেখা গেল। আর এমন ভাবনার নেপথ্যে টলিপাড়ার পরিচালকজুটি নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
শনিবার এক কলেজ ফেস্টে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘রক্তবীজ’-এর আইটেম সং প্রকাশ্যে এল। উপস্থিত ছিলেন গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায়ও। যিনি ‘গোবিন্দ দাঁত মাজে না’ গানটি গেয়েছেন। মঞ্চে উঠে গায়ক গান ধরতেই উল্লাসে ফেটে পড়ল পড়ুয়ারা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালকজুটি নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ‘রক্তবীজ’ অভিনেতা আবির চট্টোপাধ্যায়রাও। দিন কয়েক ধরেই ‘দাঁত না মাজার কীর্তন’ শোনা যাচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। এবার ফাঁস হল আসল রহস্য।