সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল বাংলার পরিযায়ী শ্রমিকের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মালদার কালিয়াচক ২ নম্বর ব্লকে। ওই শ্রমিকের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে পরিবার। দেহ ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন পরিবারের সদস্যরা।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম সিনটু মন্ডল। বয়স ৩২। তিনি কালিয়াচক ২ নম্বর ব্লকের মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মদনপুর এলাকার বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রে খবর, তিন মাস আগে পেটের দায়ে মহারাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন সিন্টু। গতকাল অর্থাৎ রবিবার বিকাল ৫টা নাগাদ ফোন করে বাড়ির লোকদের সিন্টুর মৃত্যুর খবর জানানো হয়। পরিবারের লোকেরা জানতে পারেন কাজ করার সময় কংক্রিটের দেওয়াল নাকি সিন্টুর উপর চাপা পড়ে যায়। এই দুর্ঘটনাতেই তিনি প্রাণ হারান।
[আরও পড়ুন:ষষ্ঠ শ্রেণির ছাত্রীর নগ্ন ছবি-ভিডিও তোলার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, শোরগোল জামালপুরে]
ঘটনার কথা জানাজানি হতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। সিন্টু পরিবারে রয়েছেন বৃদ্ধা মা ও স্ত্রী। রয়েছে ছোট ছোট দুই ছেলেও। যার মধ্যে একজনের বয়স আনুমানিক ১১ বছর এবং অন্যজনের বয়স আনুমানিক ৮ বছর। এখনও পর্যন্ত গ্রামে ফেরেনি সিন্টুর দেহ। তাঁর কফিন বন্দি দেহ কবে গ্রামের বাড়িতে ফিরবে? সেই অপেক্ষায় রয়েছেন পরিবারের লোকজন।
[আরও পড়ুন:মৃত্যুর অপেক্ষা! গৃহকর্তার মৃত্যুতে ২২ দিন ধরে ঘরবন্দি স্ত্রী-সন্তানরা]
দেখুন ভিডিও: