সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) গ্রেপ্তারির পর থেকেই একের পর এক প্রকাশ্যে আসছে চাঞ্চল্যকর তথ্য। এরই মাঝে আলোচনার কেন্দ্রে বোলপুরের ৫০ বিঘা জমির উপর খামারবাড়ি। সেখানকার কেয়ারটেয়ারের পরিবারের দাবি, মালিকের নাম অনুব্রত মণ্ডল।
অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তারের পর থেকেই বীরভূমের জেলা জুড়ে চলছে তল্লাশি। এরই মাঝে সিবিআইয়ের হাতে এসেছে বোলপুরের সিয়ানের ৫০ বিঘা জমিতে খামারবাড়ির হদিশ। ওই খামারবাড়ির মালিকারা নিয়ে ধন্দে সিবিআই। তবে সেখানকার কেয়ারটেকারের পরিবারের তরফে জানানো হয়েছে, বছর কুড়ি আগে ওই খামারবাড়ি কিনেছিলেন অনুব্রত মণ্ডল। মাঝে মধ্যেই নাকি সেখানে যেতেন তিনি। সেখানে ধান, মাছ, সবজি চাষ হতো। রয়েছে খড়ের গাদাও। যদিও ওই বাড়ি অনুব্রতর কি না, সেই বিষয়ে এখনও কোনও নথি পাওয়া যায়নি বলেই খবর।
[আরও পড়ুন: ক্যানিংয়ে শুটআউট, দুষ্কৃতীর গুলিতে গুরুতর জখম তৃণমূল কর্মী]
এদিকে এখনও নিজাম প্যালেসেই রয়েছেন অনুব্রত মণ্ডল। রবিবার সকালে শারীরিক পরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হয় কমান্ড হাসপাতালে। সেখানে বেশ কিছুক্ষণ ছিলেন তিনি। চেকআপের পর তাঁকে ফের নিয়ে যাওয়া হয়েছে সিবিআইয়ের দপ্তরে। আগামী ২০ তারিখ পর্যন্ত সেখানেই থাকবেন তিনি।
প্রসঙ্গত, বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারীদের রাডারে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়ের সংস্থা। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, তদন্ত চলাকালীন অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের দু’টি সংস্থার নাম তাঁরা পেয়েছেন, যার নথিতে অন্যতম অংশীদার হিসাবে রয়েছেন অনুব্রত মণ্ডল। এইসব বিষয়গুলি নিয়ে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। সূত্রের খবর, সুকন্যার নামে থাকা একটি অ্যাগ্রো কেমিক্যাল সংস্থার ২৫ শতাংশ অংশীদার অনুব্রত, ৭৫ শতাংশ সুকন্যার।