অর্ণব আইচ: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় জারি ধরপাকড়। পুলিশের জালে আরও ৬ জন। সূত্রের খবর, ধৃতদের মধ্যে তিনজন প্রাক্তনী এবং তিনজন ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এর আগে এই ঘটনায় এক প্রাক্তনী এবং দু’জন পড়ুয়াকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯।
ধৃতরা হল মহম্মদ আরিফ, মহম্ম আসিফ আজমল, অঙ্কন সর্দার, সপ্তক কামিল্য, অসিত সর্দার ও সুমন নস্কর।আরিফ ও অঙ্কন তৃতীয় বর্ষের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া। আসিফ চতুর্থ বর্ষের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ছাত্র। বাকি সপ্তক, অসিত ও সুমন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। মঙ্গলবার রাতভর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে এই ছ’জনকে গ্রেপ্তার করা হয়। প্রথম বর্ষের ছাত্রমৃত্যুর ঘটনায় তাদের কী ভূমিকা ছিল, তা এখনও জানা যায়নি। এই ঘটনায় আরও তথ্যের খোঁজে ডিন অফ স্টুডেন্টস এবং রেজিস্ট্রারকে তলব করা হয়েছে। বুধবার দুপুর ৩টেয় লালবাজারে জয়েন্ট সিপি ক্রাইম তাঁদের তলব করেছেন।
[আরও পড়ুন: যাদবপুরে ছাত্রমৃত্যু: ‘সাবধান করেছিলাম, কিন্তু…’, বিস্ফোরক দাবি ভাইরাল চিঠির ‘রুদ্রদা’র]
এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবারই বগুলায় যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। ওই প্রতিনিধি দলে রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। সন্তানহারা পরিবারের সঙ্গে দেখা করবেন তাঁরা।
এছাড়া যাদবপুর ৮ বি-তে ধরনায় বসবে তৃণমূল ছাত্র পরিষদ। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ধরনা চলবে। রাজন্যা হালদার-সহ বাকি ছাত্রছাত্রীরা থাকবেন। ধরনা মঞ্চে যাওয়ার কথা ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাসেরও। এছাড়া আজ বিকেল ৫টা নাগাদ রাজভবনে রয়েছে কোর্ট মিটিং। সূত্রের খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বৈঠকে।