shono
Advertisement

ফের ‘কোচিং হাব’ কোটা থেকে গায়েব ছাত্র, এক সপ্তাহে নিখোঁজ ৩

তিন ছাত্রেরই মোবাইল বন্ধ।
Posted: 03:19 PM Feb 19, 2024Updated: 03:19 PM Feb 19, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কোটা থেকে উধাও ছাত্র। এ নিয়ে রাজস্থানের ‘কোচিং হাব’ থেকে ৭ দিনে তিনজন পড়ুয়ার বেপাত্তা হওয়ার খবর মিলল। ১৩ ফেব্রুয়ারি থেকে হদিশ মিলছে না উত্তরপ্রদেশের পীযূষ কাপাসিয়ার। ফোনও বন্ধ রয়েছে তাঁর।

Advertisement

পুলিশ ও পরিবার সূত্রে খবর, উত্তরপ্রদেশের বাসিন্দা পীযূষ কাপাসিয়া জয়েন্ট এন্ট্রান্সের প্রস্তুতি নিচ্ছিলেন। কোটার ইন্দ্র বিহারের হস্টেলে থাকতেন। গত মঙ্গলবার সকালে শেষবার মায়ের সঙ্গে কথা হয়েছিল তাঁর। পীযূষের বাবা মহেশচন্দ্র জানিয়েছেন, মায়ের সঙ্গে কথা বলার পর থেকে আর বাড়ির কারোর ফোন ধরছিলেন না পীযূষ। সেদিনের পর থেকে আর খোঁজ মেলেনি ওই পড়ুয়ার। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।

[আরও পড়ুন: ‘কাঞ্চন আমাকে ভালো সামলাবে’, ৫৩-র তারকা বিধায়ককে বিয়ে করেই ট্রোলের জবাব শ্রীময়ীর]

ক্রমেই আতঙ্কের অপর নাম হয়ে দাঁড়াচ্ছে রাজস্থানের কোটা! একের পর এক পড়ুয়ার আত্মহত্যার ঘটনা ঘটেছে দেশের ‘কোচিং হাব’ কোটায়। অভিযোগ উঠেছে ধর্ষণেরও। এবার সেখান থেকেই একের পর এক পড়ুয়ার আচমকাই নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, কোটায় থেকে নিটের (ডাক্তারিতে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা) প্রস্তুতি নিচ্ছিলেন ১৮ বছরের যুবরাজ। শনিবার সকাল ৭টা নাগাদ ট্রান্সপোর্ট নগরের হস্টেল থেকে বেরিয়েছিলেন যুবরাজ। গন্তব্য ছিল কোচিং। তার পর থেকে তাঁর আর হদিশ মেলেনি। মোবাইলটি হস্টেলে নিজের ঘরেই ফেলে গিয়েছেন।

এই ঘটনার দিন কয়েক আগে গত সোমবার কোটা থেকে আরও এক ছাত্র গায়েব হয়ে যায়। ১৬ বছর বয়সি রচিত সন্ধ্যা কোটায় জয়েন্ট এন্ট্রান্সর প্রস্তুতি নিচ্ছিল। শেষ সিসিটিভি ফুটেজ বলছে, রচিত একটি জঙ্গল এলাকায় ঢুকেছিল। কিন্তু তাকে সেখান থেকে বেরিয়ে আসতে দেখা যায়নি। একের পর এক ছাত্রের হারিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

[আরও পড়ুন: সন্দেশখালি কাণ্ড: সুপ্রিম কোর্টে স্বস্তি রাজ্যের, সংসদীয় কমিটির নোটিসে স্থগিতাদেশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement