shono
Advertisement

Breaking News

ক্যামেরার সামনেই খুলে ফেললেন অন্তর্বাস! কটাক্ষের মুখে অর্জুন কাপুরের বোন অংশুলা

'মালাইকা অরোরাকে অনুসরণ করছ?', এমন প্রশ্নই করা হয়েছে অংশুলাকে।
Posted: 10:17 AM Jul 04, 2022Updated: 10:17 AM Jul 04, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বনি কাপুরের মেয়ে তিনি।  অর্জুন কাপুরের বোন। বাবার মতো প্রযোজনা কিংবা দাদার মতো অভিনয় জগতে এখনও পর্যন্ত আসেননি। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। আর সেখানেই ঘটিয়ে বসলেন এক কাণ্ড। ক্যামেরার সামনে অন্তর্বাস খুলে ফেললেন অংশুলা কাপুর (Anshula Kapoor)। তাতেই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।

Advertisement

বলিউডে এখনও পর্যন্ত সেভাবে পা না রাখলেও সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় অংশুলা। ইনস্টাগ্রামে পাঁচ লক্ষের বেশি ফলোয়ার রয়েছে তাঁর। সেখানেই নানা ছবি ও ভিডিও পোস্ট করেন। রবিবার অন্তর্বাস খোলার ভিডিওটি পোস্ট করেছেন অংশুলা।  ফ্রক পরে ছিলেন তিনি। আচমকা পোশাকের ভিতরে হাত ঢুকিয়ে অন্তর্বাসের খুলে ফেলেন। গলার কাছ থেকে তা বের করে দেন।

[আরও পড়ুন: ফের আইনি বিপাকে কপিল শর্মা, চুক্তিভঙ্গের অভিযোগ জনপ্রিয় কমেডিয়ানের বিরুদ্ধে]

অন্তর্বাস এভাবে খোলার জন্য অংশুলার পরনের পোশাকটি খোলার কোনও প্রয়োজন হয়নি। বরং অন্তর্বাসের নাগপাশ থেকে নিজেকে মুক্ত করে বেশ উচ্ছ্বসিত হন তিনি। ভিডিওর ক্যাপশনে আবার ‘নো ব্রা ক্লাব’ (No Bra Club) হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, “রবিবারের ব্রাঞ্চের জন্য বাড়ি ফেরার সবচেয়ে ভাল দিক।”

[আরও পড়ুন: শরীরে জড়ানো তোয়ালে, বাথটবে শুয়ে ক্যামেরার সামনে পোজ দিলেন অভিনেত্রী ইশা সাহা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement