shono
Advertisement
Ajith Kumar

গতিবেগ ১৮০ কিমি! দুবাইয়ের ট্র্যাকে চুরমার দক্ষিণী তারকা অজিতের গাড়ি

এখন কেমন আছেন অভিনেতা?
Published By: Biswadip DeyPosted: 09:19 PM Jan 07, 2025Updated: 09:19 PM Jan 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুবাইয়ে রেসিং প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়তে হল জনপ্রিয় দক্ষিণী তারকা অজিত কুমারকে। ঘণ্টায় ১৮০ কিমি বেগে তিনি গাড়ি চালাচ্ছিলেন। তবে দুর্ঘটনা হলেও অভিনেতা অক্ষতই রয়েছেন বলে তাঁর ম্যানেজার জানিয়েছেন।

Advertisement

দুবাইয়ের ২৪ ঘণ্টার রেসিং প্রতিযোগিতা ২৪এইচ দুবাই ২০২৫-এ যোগ দিতে সেখানে গিয়েছেন অজিত। অভিনয়ের পাশাপাশি তিনি রেসিংয়েরও অনুরক্ত। আর তাই প্রথমবার তাঁর রেসিং দল নিয়ে যোগ দিতে এসেছেন এই প্রতিযোগিতায়। আর তারই অনুশীলন চলছিল। এই প্রতিযোগিতার নিয়ম হল, ২৪ ঘণ্টা রিলে রেস। প্রত্যেক চালককে ৬ ঘণ্টা করে গাড়ি চালাতে হবে। সেইমতো এদিন অজিত অনুশীলন করছিলেন। কিন্তু তাঁর অনুশীলন শেষ হওয়ার ঠিক আগে আচমকাই বিপুল বেগে চলতে থাকা গাড়িটি গিয়ে ধাক্কা মারে পথের ধারে।

ভাইরাল হয়েছে সেই ভিডিও। তাতে দেখা যাচ্ছে, কীভাবে ধাক্কা খেয়ে সাতবার দ্রুতবেগে পাক খেতে শুরু করেছে গাড়িটি। পরে অজিতকে বের করে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। অভিনেতার ম্যানেজার সুরেশ চন্দ্র জানিয়েছেন, ''অজিত সুস্থ ও অক্ষত রয়েছেন। তিনি ঘণ্টায় ১৮০ কিমি বেগে গাড়ি চালাচ্ছিলেন।''

প্রসঙ্গত, তামিল চলচ্চিত্রে অভিনয় করেন অজিত। তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ-সহ মোট ২২টি পুরস্কার পেয়েছেন। চলচ্চিত্রের পাশাপাশি রেসিং কার ও বাইক চালানোও তাঁর প্যাশন। মুম্বই, চেন্নাই, দিল্লিতে বহু রেসিং প্রতিযোগিতায় তাঁকে অংশ নিতে দেখা গিয়েছে। এদেশের রেসারদের মধ্যে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া অল্প কয়েকজন প্রতিযোগীদের মধ্যে তিনি একজন। জার্মানি এবং মালেয়েশিয়া-সহ বিভিন্ন দেশে রেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দুবাইয়ে রেসিং প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়তে হল জনপ্রিয় দক্ষিণী তারকা অজিত কুমারকে।
  • ঘণ্টায় ১৮০ কিমি বেগে তিনি গাড়ি চালাচ্ছিলেন।
  • তবে দুর্ঘটনা হলেও অভিনেতা অক্ষতই রয়েছেন বলে তাঁর ম্যানেজার জানিয়েছেন।
Advertisement